কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' যেখানে ঘরে বাইক-ফ্রিজ থাকার অজুহাতে গরিবকে পরিষেবা দেয় না। সেখানে জাত-পাত নির্বিশেষে বাংলার সব মানুষের পাশে রয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা 'স্বাস্থ্য সাথী' প্রকল্প।
বিনা মেঘে বজ্রাঘাতের মতো আসা জটিল রোগের ক্ষেত্রে দিদির এই কার্ডই আজ বাংলার খেটে খাওয়া মানুষের শ্রেষ্ঠ রক্ষাকবচ। সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জননেত্রীর এই মানবিক উদ্যোগ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে, নিজেরাই শুনে নিন একবার।
#জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #📣টাটকা আপডেট📰 #জয় বাংলা #📰রাজ্যের আপডেট📰