ashik
289 views
15 hours ago
ম্যাচ হারের প্রথম কারন অধিনায়ক, না বোলারদের ঠিক মতো ব্যাবহার করেছেন পুরো সিরিজে, না ব্যাট হাতে দায়িত্ব নিয়েছেন, প্রথম দুটো ম্যাচ অর্ধশতরান করলেও সেভাবে দায়িত্ব নিতে পারেননি । আজ রোহিত শর্মা আউট হবার পর, তার উচিত ছিল বিরাট কোহলির সঙ্গ দেওয়া, পার্টনারশিপটাকে বড় করা । শ্রেয়াস আইয়ারও দায়িত্বজ্ঞানহীন ভাবে ব্যাট করেছেন । টপ অডারে বিরাট কোহলির সঙ্গে একজন দায়িত্ব নিলে, আজ সিরিজটা গম্ভীর-শুভমনের মুকুটে যেত । নিউজিল্যান্ড প্রথমবার ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিতলো । ঘরের মাটিতে যা এতদিন গর্বের রেকর্ড ছিল, কোচ গৌতম গম্ভীররে কোচিংয়ে টেস্ট হোয়াইটওয়াশ, ওডিআই সিরিজ হার সব দেখতে হলো । #⚽স্পোর্টস আপডেট 🏏 #🇮🇳টিম ইণ্ডিয়া🏏 #👑কিং কোহলির বিরাট সেঞ্চুরি🔥👑 #🏏আমার প্রিয় ক্রিকেটার❤ #🔥ভারত-পাক ক্রিকেট যুদ্ধ🔥