𝄟✮͢🦋⃟≛⃝ 𝐑𝐚𝐣𝐤𝐮𝐦𝐚𝐫𝄟✮⃝❤
448 views
#৫০ ফুট উঁচু একটি খুঁটির ওপর ১৩টি লাউডস্পিকার বসানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, স্থানীয় লোকজন আগে মসজিদের কর্তৃপক্ষের কাছে আজানের শব্দ কিছুটা কমানোর অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ নাকি প্রত্যাখ্যান করা হয় এবং শব্দ আরও বাড়ানো হয়। এর পর প্রতিক্রিয়াস্বরূপ, স্থানীয়রা একটি জনবহুল মোড়ে ৫০ ফুট উঁচু খুঁটির ওপর ১৩টি স্পিকার বসিয়ে উচ্চস্বরে ধর্মীয় স্লোগান/ভজন চালাতে শুরু করেন