Dipak Manna
433 views
10 days ago
আজ স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস । আজকের দিনেই ১২ জানুয়ারী ১৮৬৩ সনে কৃষ্ণা সপ্তমী তিথিতে তিঁনি কলকাতায় সিমুলিয়ায় দত্ত বংশে জন্মগ্রহণ করেন । সেদিন ছিলো পৌষ সংক্রান্তি। তাঁহার পিতার নাম বিশ্বনাথ দত্ত, জননীর নাম ভুবনেশ্বরী দেবী । বাল্যকালে তাঁহার নাম ছিলো বীরেশ্বর । ডাক নাম বিলে । উত্তরকালে ইঁনিই স্বামী বিবেকানন্দ । স্বামীজির আবির্ভাবে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিলো সমাজে । শ্রীরামকৃষ্ণ দেবের আদর্শ সর্বত্র ছড়িয়ে পড়েছিলো স্বামীজির হাত ধরে । একদিকে যেমন হিন্দু ধর্মের গৌরব মাহাত্ম্য জেগে উঠেছিলো, সেই ঢেউ গিয়েছিলো সমুদ্রপাড়ে সুদুর আমেরিকার চিকাগোতে- অপরদিকে ব্রিটিশ শাসনে জর্জরিত ভারতীয়দের মনে জেগেছিলো দেশপ্রেম, ত্যাগের মন্ত্র । স্বামীজির বানীতে মুগ্ধ হয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমে আকৃষ্ট হয়েছিলেন ভারতীয় বিপ্লবীরা । জীব মাত্রই শিব, জীবের সেবা করা সাক্ষাৎ শিবের সেবা, জীবে প্রেম ভগবানের সেবা- এই ছিলো স্বামীজির মূল মন্ত্র। দেশপ্রেম, ত্যাগ, নরনারায়ণ সেবা, ব্রহ্মচর্য, সত্য , নিঃস্বার্থতার কথা, বেদান্তের কথা তিঁনি শিখিয়েছেন । ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তাঁর সম্বন্ধে বলেছেন- “... নরেন্দ্র শুদ্ধসত্ত্বগুনী ; আমি দেখিয়াছি- সে অখন্ডের ঘরের চারিজনের একজন এবং সপ্তর্ষির একজন । তাহার কত গুন ইয়ত্তা হয় না।” আজ স্বামীজির জন্মদিন । সশ্রদ্ধ প্রনাম জানাই স্বামীজির চরণে । নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসুরয়ে । সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে ।। 🕉🪔🇮🇳🌺MERA BHARAT MAHAAN🪔🌺🇮🇳🕉 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #𝙫𝙞𝙫𝙚𝙠𝙖𝙣𝙖𝙣𝙙𝙖シ゚ #𝙗𝙞𝙧𝙩𝙝𝙙𝙖𝙮シ゚ #𝙮𝙪𝙫𝙖𝙙𝙞𝙫𝙖𝙨シ゚ #𝙗𝙚𝙨𝙩𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡𝙛𝙡𝙖𝙜inworldシ゚ #𝘽𝙚𝙨𝙩𝙋𝙝𝙤𝙩𝙤𝙜𝙧𝙖𝙥𝙝𝙮𝘾𝙝𝙖𝙡𝙡𝙚𝙣𝙜𝙚シ゚ #𝙗𝙚𝙨𝙩𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡𝙛𝙡𝙖𝙜シ゚ #𝘽𝙚𝙨𝙩𝙥𝙝𝙤𝙩𝙤シ゚ #𝙫𝙞𝙧𝙖𝙡𝙥𝙝𝙤𝙩𝙤シ゚ #𝙥𝙞𝙘𝙩𝙪𝙧𝙚𝙘𝙝𝙖𝙡𝙡𝙚𝙣𝙜𝙚シ゚ #𝙥𝙝𝙤𝙩𝙤シ゚ #𝙘𝙝𝙖𝙡𝙡𝙚𝙣𝙜𝙚シ゚ #𝙥𝙝𝙤𝙩𝙤𝙀𝙙𝙞𝙩𝙞𝙣𝙜𝘾𝙝𝙖𝙡𝙡𝙚𝙣𝙜𝙚シ゚ #𝙛𝙤𝙧𝙮𝙤𝙪𝙥𝙖𝙜𝙚シ゚ #𝙝𝙞𝙜𝙝𝙡𝙞𝙜𝙝𝙩𝙨シ゚ #followersシ゚ #𝙙𝙞𝙜𝙝𝙖シ゚ #𝙧𝙖𝙢𝙣𝙖𝙜𝙖𝙧シ゚ #𝙠𝙤𝙡𝙠𝙖𝙩𝙖シ゚ #𝙖𝙡𝙡𝙞𝙣𝙙𝙞𝙖シ゚ #𝙪𝙣𝙞𝙫𝙚𝙧𝙨𝙚シ゚ #𝙪𝙣𝙞𝙫𝙚𝙧𝙨𝙖𝙡シ゚ #𝙛𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠シ゚ #𝙛𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠𝙪𝙨𝙚𝙧シ゚ #𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢𝙪𝙨𝙚𝙧シ゚ #𝙚𝙫𝙚𝙧𝙮𝙤𝙣𝙚シ゚ #𝙡𝙞𝙠𝙚シ゚ #𝙘𝙤𝙢𝙢𝙚𝙣𝙩シ゚ #𝙨𝙝𝙖𝙧𝙚シ゚ #বিবেকানন্দ #স্বামী বিবেকানন্দ বাণী #স্বামী বিবেকানন্দ #স্বামী বিবেকানন্দ #জয় বিবেকানন্দ 🙏