Uttam Purkait
520 views
হাওড়া স্টেশনে একসঙ্গে ট্রেনে ওঠার পর থেকে তার জীবনের বাঁকটা অনেক বদলে গেল। দীর্ঘ যাত্রায় মেয়েটাকে যখন ক্লান্ত দেখাল, মাঝে মাঝে একেবারে তার পাশে এসে বসল, মুম্বাইতে গিয়ে প্রথমে কী কী করা উচিত এবং কীভাবে, পাকা বিশেষজ্ঞের মতো বলে গেল। উপেক্ষা করতে পারল না সাগর। বিলাসপুর জংশনে যখন ট্রেনটা দশ মিনিট দাঁড়াল, সাগর অবাক হয়ে দেখল মেয়েটা এলিয়ে পড়েছে তার কাঁধে। তাড়াতাড়ি সোজা করে দিল সে। অনন্যা অস্ফুটে বলল, খুব খিদে পেয়েছে। ভাসান রাত ও নাছোড়বান্দা প্রেম (উপন্যাস) #কলকাতা বইমেলায় স্টল ৬৭০ #📚ভালোবাসার গল্প💑