কাজ থেকে বাড়ি ফেরত ভির ট্রেনে, জালনার ধরে দাঁড়িয়ে বাইরে অন্ধকারে নিজের প্রতিবিম্ব দেখলাম। হঠাৎ চমকে উঠলাম...... এই মানুষটা কে?""
এইতো বছর কয়েক আগেও এই মুখে কত স্বপ্ন ছিলো, চোখে মুখে তেজ ছিলো। আর আজ?
আজ শুধু একরাশ ক্লান্তি, আর দায়িতের ছাপ ।""
রোজ সকালে উঠে মুখোশ পরে দৌড় শুরু করি, আর রাতে যখন ফিরি তখন আমি একটা জ্যান্ত লাস। আমার হাসিটা কি কাজের জায়গাতেই ফেলে আসলাম?""
আমরা এখন সবাই ব্যাটারি চালিত পুতুল। চার্জ দিই,কাজ করি,আমার চার্জ দিই। এর নাম কি বেঁচে থাকা?""
"স্টেশন এসেগেছে। আমাকে নামতে হবে। কিন্তুু জানালার কাঁচে ওই ক্লান্ত অচেনা মানুষ টা. ... ও আমার সাথেই বাড়ি ফিরছে।"
#কে এই মানুষ টা?