Dhoni
401 views
1 months ago
#কল্কি অবতার #🙏বিষ্ণু দেব🙏 #🥰জয় শ্রীকৃষ্ণ🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️ . ⚜️🔔 #জয়_শ্রী_বিষ্ণু_challenge 🔔⚜️ *─⊱✼ #ভগবান_বিষ্ণ ✼⊰─* *─⊱✼ #কল্কি_অবতার ✼⊰─* *─⊱✼ #ভগবান_বিষ্ণ_দশম_অবতার ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ বৃহস্পতিবার 18/12/2025 🕉️⚜️🧡 আজ পৌষ মাসের ০২ তারিখ বৃহস্পতিবার ✧════════•❁❀❁•════════✧ 🤷🤷✍️ কলিযুগের মানুষে সম্পর্কে আটটি সত্য যা পড়লে গা শিউরে উঠবে । 🙏🙏🙏🙏 🤷🤷 এই গুলির মধ্যে এখন অনেকটাই লক্ষ্য করা যায় বা হচ্ছে । 🤷 #বিষ্ণু_পুরাণ , ভাগবত পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে কলিযুগের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা ভয়াবহ ।🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ১. এই যুগে মানুষের শরীর ছোট ও দুর্বল হবে এবং মিথ্যচার ও পাপ বৃদ্ধি পাবে । ২. #রাজা_ও_শাসন_ব্যবস্থা : - শাসক বা রাজারা প্রজার রক্ষক না হয়ে ভক্ষক হবে (চোরের মতো আচরণ করবে) । তারা প্রজাদের ওপর অত্যাচার করবে এবং করের (Tax) বোঝা চাপিয়ে ধনসম্পদ লুটে নেবে । রাজনীতি হবে নীতিহীন এবং জ্ঞানীরা অবহেলিত হবে । ৩. #সমাজ_ও_নৈতিকতা : - সমাজ থেকে সত্য ও সদাচার হারিয়ে যাবে । মিথ্যা ও প্রতারণাই হবে প্রধান । বৈদিক আচার ও সংস্কার বিলুপ্ত হবে । মানুষ কামলোলুপ হবে, ব্যভিচার ও অনৈতিক সম্পর্ক বাড়বে । ব্রাহ্মণ বা জ্ঞানীরা আচারহীন হবে এবং পেটের দায়ে বা অর্থের লোভে ধর্ম পালন করবে । মানুষ শুধু নিজের রূপচর্চা ও চুলের সজ্জা নিয়েই ব্যস্ত থাকবে, কিন্তু মনের দিক দিয়ে পবিত্র হবে না । ৪. #প্রকৃতি_ও_খাদ্য : - পৃথিবী শস্যহীন হয়ে পড়বে, ঠিকমতো ফসল ফলবে না । খাদ্য ও জল সংকট দেখা দেবে। মানুষ ক্ষুধার্ত থাকবে । রান্না করা খাবার বিক্রি করা হবে (প্রাচীন প্রথা অনুযায়ী এটি নিন্দনীয়) । বৃষ্টিপাত অনিয়মিত হবে (কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি) । ৫. #ধর্ম_ও_শিক্ষা : - শিক্ষা ও জ্ঞান বিক্রি হবে (টাকার বিনিময়ে) । ধর্মীয় স্থান ও সংস্কারগুলো ব্যবসায় পরিণত হবে । মানুষ ধর্মের বাহ্যিক আড়ম্বর করবে কিন্তু মনে ভক্তি থাকবে না । ৬. #মানুষের_আয়ু_ও_স্বাস্থ্য : - মানুষের আয়ু খুব কমে যাবে । মাত্র ২০-৩০ বছরেই মানুষকে বৃদ্ধের মতো দেখাবে । অল্প বয়সে (১২-১৩ বছরে) ছেলেমেয়েরা সন্তান ধারণ করবে এবং মৃত্যুবরণ করবে । নানা রকম রোগ ও মহামারীতে মানুষ কষ্ট পাবে । ৭. #পারিবারিক_সম্পর্ক : - পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাবে । পুরুষরা স্ত্রীদের বা শ্বশুরবাড়ির আত্মীয়দের দ্বারা বেশি প্রভাবিত হবে এবং নিজের বাবা-মাকে অবহেলা করবে । শিশুরা অনাথের মতো বড় হবে, গুরুজনদের সম্মান করবে না । বিয়ে কেবল ভোগের বস্তু হবে, পবিত্র বন্ধন থাকবে না । ৮. কলিযুগের শেষ ও #কল্কি_অবতার : - যখন পাপের ভারে পৃথিবী পূর্ণ হবে এবং সনাতন ধর্ম প্রায় ধ্বংসের মুখে পড়বে, তখন পরিত্রাণের জন্য শম্ভল গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের ঘরে #ভগবান_বিষ্ণু 'কল্কি' রূপে অবতার গ্রহণ করবেন । তিনি অধর্ম ও ম্লেচ্ছদের বিনাশ করে পুনরায় সত্যযুগ বা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন ।🙏♥️♥️ #কলিযুগ #কল্কিঅবতার