🎀🧿...It's Rani Official...🧿🎀
525 views
19 hours ago
কে কবে কোথায় তখন আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে সেটা না ভেবে বরং কখন আপনাকে ভালোবেসেছিলো তাই মনে রাখুন।। আপনাকে হাজার জন ঘৃণা করতেই পারে, অপছন্দ করতে পারে, হিংসা থাকতে পারে আপনার উপর কিন্তু এইসব যদি আপনি মনে রাখেন তবে এসব ভেবে শুধু কষ্টই পাবেন।। দিনশেষে কারোর মন থেকে ভালোবাসা পাওয়াটা যে ভীষণ গুরুত্বপূর্ণ তা অনুভব করলে বুঝতে পারবেন অন্য মানুষের কাছ থেকে পাওয়া ঘৃণা এই ভালোবাসার কাছে নিতান্তই তুচ্ছ।। এ পৃথিবীতে যে ব্যক্তি আপনার কাছে ঘৃণার সে কোন না কোন ব্যক্তির বড্ড ভালোবাসার আপন জন।। তেমনি আপনিও ভেবে দেখুন কারো না কারো কাছে খুবই গুরুত্বপূর্ণ।। এই হাজার জনের ঘৃণাকে উপেক্ষা করে যদি একজন সঠিক মানুষের ভালোবাসাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন তবে আপনার কষ্ট এবং আফসোস বলতে কিছু থাকবে না।। সেই একটা মানুষের ভালোবাসায় আপনার মনে এনে দিবে প্রশান্তি,শক্তি।।তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন,আমরা মানুষগুলো শুধু খারাপ স্মৃতি মনে রাখি,ভালোবাসাকে নয়।।।ছোট্ট এই জীবনে ঘৃণাকে জায়গা না দিয়ে যারা আপনাকে গোপনে নিভৃতে বা জানিয়ে ভালোবাসে তাদের মূল্য দিন।। সব সময় নিজের মস্তিষ্ককে পজিটিভ কিছু উপহার দিন নেগেটিভিটি ত্যাগ করুন,তাহলে দেখবেন জীবন সুন্দর।। 🙏🏻🙌🏻হরিবোল🙌🏻🙏🏻 #জীবনের কঠিন বাস্তবতা✍️ #Reality Of Life #❤জীবনের কোটস 🖋 #🙂সনাতন ধর্ম🙏 #hare krishna