Dinesh Singh
567 views
11 days ago
নেতা হয়ে মোদী-শুভেন্দুর সঙ্গে তোলেন ফটো, ট্রেনের কম্বল চুরি করতেও বিবেক হয় না ছোট! বিজেপি মানেই চুরি, ডাকাতি, জুমলাবাজি। তাই বিজেপি নেতা গরিব কোচ অ্যাটেনডেন্টের পেটে লাথি মেরে ট্রেনের কম্বল, চাদর চুরি করবেন এটাই তো প্রত্যাশিত। 'জুমলাবাজ পার্টি' বিজেপির নৈতিকতা ও 'সংস্কারি' রাজনীতির মুখোশ আজ ট্রেনের কামরায় খসে পড়ল। সাধারণ মানুষের সেবক হওয়ার বদলে খোদ হুগলি জেলা বিজেপির লিগ্যাল সেলের নেতা মৃন্ময় মজুমদার ট্রেনের কম্বল চুরিতে ব্যস্ত! শুভেন্দু অধিকারী থেকে প্রধানমন্ত্রী- ভিভিআইপি-দের সঙ্গে যাঁর নিত্য ওঠাবসা, সেই তাঁর‌ ব্যাগে ট্রেনের চাদর-কম্বল ঢোকানোই বুঝিয়ে দেয় বিজেপির আসল চরিত্র ঠিক কী। ‘চুরিমুক্ত ভারত’ গড়ার ডাক দিয়ে এরা নিজেরাই এক একটা চোর-ডাকাত হয়ে উঠেছে। #ছি:ছি: বিজেপি #📣টাটকা আপডেট📰 #তিন বাটি শুভেন্দু #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জয় বাংলা