𝄟✮͢🦋⃟≛⃝ 𝐑𝐚𝐣𝐤𝐮𝐦𝐚𝐫𝄟✮⃝❤
516 views
12 days ago
#উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাম্প্রতিক এক বক্তব্যে হিন্দু ধর্মের মানবিক মূল্যবোধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই ধর্মের ইতিহাসে কারও ওপর দাসত্ব চাপিয়ে দেওয়ার উদাহরণ নেই। বরং সব সময় মানুষের কল্যাণকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সামর্থ্য ও জ্ঞান থাকা সত্ত্বেও হিন্দু সমাজ কখনও তা অন্যের ওপর জোর করে চাপায়নি কিংবা ভুলভাবে ব্যবহার করেনি। এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে।