ashik
406 views
18 hours ago
👕 ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ 🏏 আন্তর্জাতিক ক্রিকেটে ৭,২৪৬ রান 💯 ১৯টি শতরান 💥 ৩৫টি অর্ধশতরান 👌 ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ২১,৩০১ রান 🌟 টেস্ট ক্রিকেটের এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক বল খেলার রেকর্ড — ৫২৫ বল 🎖️ আইসিসি এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার (২০১৩) 🔝 ২০০৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, দৃঢ়তা আর অটল মনোবল—এই তিনের নিখুঁত সংজ্ঞা চেতেশ্বর পূজারা। 🇮🇳🏏 ভারতীয় টেস্ট ক্রিকেটের ভরসার নাম, যিনি ব্যাট হাতে সময়কে থামিয়ে দিতে পারতেন। ⏳💙 প্রাক্তন ভারতীয় ব্যাটার ও আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারা-কে তাঁর ৩৮তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 🎂✨ #CheteshwarPujara #India #⚽স্পোর্টস আপডেট 🏏 #🏏আমার প্রিয় ক্রিকেটার❤ #🇮🇳টিম ইণ্ডিয়া🏏 #🔥ভারত-পাক ক্রিকেট যুদ্ধ🔥 #🔥তিলক ভার্মা🏏