❤ 💞👭 💞❤
739 views
2 months ago
ভালোবাসা চোখে দেখা যায় না, এটা অনুভবের ভেতর নীরবে জন্ম নেয়। ধীরে ধীরে মনের গহীনে শেকড় গেঁথে ফেলে, ঠিক যেমন নিস্তব্ধ রাতে হাওয়ার মতো অদৃশ্য, তবু হৃদয়কে ছুঁয়ে যায় গভীর শক্তিতে। #💑তোমায় আমায় মিলে💕 #💕ভালোবাসা মানেই তুমি💑 #🥰লাভ goals❤ #😍আমার পছন্দের স্টেটাস😍 #📃প্রেমপত্র📃