SUPER CUP SEMIFINAL 2025
JOY EAST BENGAL ❤️💛⚽❤️💛
EAST BENGAL FC BEAT PUNJAB FC
3-1
দারুন এখটা ম্যাচ দেখলাম, তবে প্রথম অর্ধে আমরা একদমই ভালো খেলতে পারিনি কিন্তু দুটো কর্নার থেকে সুযোগের সদ্ব্যবহার করি, প্রথম অর্ধে ২-১ রেজাল্ট নিয়ে মাঠের বাইরে আশা আমাদের প্লাস পয়েন্ট হয়ে যায়, রসিদের শটে প্রথম গোল এর কিছু বাদে বিপিনের ভুলে পেনাল্টি থেকে ওদের গোল শোধ করা এবং প্রথম অর্ধের শেষের দিকে কর্নার থেকে কেভিনের গোল, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট, দ্বিতীয় অর্ধে ওদের আর মাথা তুলতে দিইনি , ৭১ মিনিটে মিগুয়েলের পাস থেকে ক্রেসপো গড়ানো শটে গোল আমাদের জয়কে সুনিশ্চিত করে দেয়, তবে আমি কিন্তু দুপুরের ভিডিওতে বলেছিলাম ইস্টবেঙ্গল ২ গোলে জিতবে
২-০ নয়ত ৩-১, আমার প্রেডিকশন কিন্তু সঠিক,
এবার আসি খেলার কথায় রাকিব কিন্তু আজকে বেশ ভালো খেলেছে, তবে হিরোশি ভিষন স্লো, ওর কিন্তু আজকে অন্তত ১টা গোল করা উচিত ছিল, আজকের খেলায় ও কিন্তু পাশ মার্ক পাবে না, বিষ্ণু কিন্তু ১০ মিনিটের জন্য মাঠে নেমে দেখিয়ে দিয়েছে ও কি করতে পারে, আমাদের মাঝ মাঠ কিন্তু দেশের সেরা, গিল আজকে খুব আত্মবিশ্বাস নিয়ে খেলেছে।
এবার ফাইনালের পালা,
আশাকরি আমরা সুপার কাপ ঘরে তুলতে পারব,
থ্রি চিয়ার্স ফর ইস্টবেঙ্গল হিপ হিপ হুররে
❤️💛⚽❤️💛
#⚽লাল হলুদ⚽ #⚽ফুটবল আপডেটস📺 #⚽️🔥ফুটবল🔥⚽️ #⚽পছন্দের ফুটবল দল⚽