আমাদের প্রিয় নেতা ও সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এক অনন্য উদ্যোগ জগদ্দল টাউন তৃণমূল যুব কংগ্রেসের, সঙ্গে ছিলেন তৃণমূলের অসংখ্য ছাত্র ও যুব কর্মী ভাইয়ের দল।
২০,০০০ বর্গফুটের এক বিশাল ৩ডি রঙোলি শিল্পকর্ম, যা আজ এক নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে। এই রেকর্ড শুধু আকারে নয়, ভাবনাতেও অনন্য কারণ এর অন্তরে রয়েছে “সেবাশ্রয়”, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে ৭৫ দিনে ১২.৫ লক্ষ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
#AbhishekBanerjee 🔥
#জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় #জয় বাংলা #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #📰রাজ্যের আপডেট📰 #📣টাটকা আপডেট📰