#দামোদার #জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️
•─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─•
#দামোদর_মাস_২০২৫
*─⊱✼ #দামোদর ✼⊰─*
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ বৃহস্পতিবার 16/10/2025 🕉️⚜️🧡
আজ আশ্বিন মাসের ২৯ তারিখ বৃহস্পতিবার
✧════════•❁❀•════════✧
আজ দামোদর মাসের ১১ দিন ।
#দামবন্ধন_লীলা (৯)
মা হাতের লাঠি ফেলিয়া দিলেন। গোপাল দেখিলেন, রাগ কিছুটা কমিয়াছে। মা বলিলেন, "দুষ্টু। তুই কাঁপছিস্ কেন? আমার দধির হাঁড়ি ভাঙ্গলি কেন।" গোপাল বলিলেন, "আমি তোমার দধির হাঁড়ি ভাঙ্গি নাই। তুমি তাড়াতাড়ি চলিয়া গেলে তোমার ধাক্কায় দধির হাড়ি ভাঙ্গিয়াছে।" মা একটু সংশয়ান্বিত হইয়া ভাবিলেন, হইতেও পারে, দুধ রক্ষার জন্য তাড়াতাড়ি ছুটিয়া গেলাম তখন কিসে যে কী হইল। "আচ্ছা, নারায়ণপূজার জন্য তোলা মাখন বানরগুলিকে খাওইয়াছিলি কেন?" গোপাল ভাবিলেন, ভালই হইল মা অন্য কথায় চলিয়া গেলেন। গোপাল বলিল, "মা, আমি তো বানরগুলি তাড়াচ্ছিলাম। ওরাই তো ঘরে ঢুলে খাচ্ছিল।" দুষ্টু, তুই মিথ্যা বলছিস, আমি স্বচক্ষে দেখিয়াছি, তুই ওদের হাড়ি থেকে ছানা-মাখন বের করে খাওয়াচ্ছিলি। হাড়ি ভাঙ্গা চোখে দেখি নাই। তুমি অত্যন্ত দুর্দান্ত হইয়াছ। তোমায় কঠোর শাসন করিতে হইবে।" গোপাল মা মা বলিয়া মাকে জড়াইয়া ধরিল। মা এখন কী করিবেন।
গোপালকে ধরিয়া বসিয়া থাকিলে ঘরের কাজ কে করিবে? ঘরে যে কত কাজ মা টের পান না, রোজ দাসীরা সেবা করে। নিত্য নারায়ণের পূজা আছে। ঐ ঘরে দধি পড়িয়াছে, তাহা পরিষ্কার করিতে হইবে। যমুনায় স্নান করিয়া জল আনিব, এই সব কাজ কখন করি। ওকে যদি ছাড়িয়া দেই তবে ভয়ে পলাইয়া যাইবে। বাবা নাই, দাস দাসী নাই, কে খুঁজিয়া আনিবে? আর সর্বোপরি কথা, এত দুর্দান্ত ছেলেকে যদি শাসন না করি তবে আরও দুর্দান্ত হইবে। তাই শাসন করিতেই হইবে। মা কী করিবেন কিছুই ঠিক করিয়া উঠিতে পারিলেন না। হঠাৎ মাথায় একটি নতুন বুদ্ধি আসিল। যোগমায়াই বুদ্ধি দিলেন। ভাবিলেন, গোপালকে দড়ি দিয়া বাঁধিয়া রাখিব। তাহা হইলে শাসনও হইবে, পলাইতেও পারিবে না। আমি কাজ করিব আর তাকাইয়া তাকাইয়া দেখিব। ঘরে জল বোধ হয় আছে, যমুনায় না-ই গেলাম। মা বান্ধিবার জন্য এ-দিক্ ও-দিক্ তাকাইয়া দড়ির সন্ধান করিতে লাগিলেন। মাথার চুলের খোপা খুলিয়া গিয়াছিল, তাহাতে চুলের দড়ি ছিল। মা তাহাই খুঁজিয়া টানিয়া বাহির করিলেন। গোপাল কাকুতি মিনতি করিয়া বলিতে লাগিলেন, মা আমায় বেঁধো না। মা ভাবিলেন, বাঁধা ছাড়া আর সমস্যা সমাধানের অন্য কোন উপায় নাই, অতএব বান্ধিতেই হইবে।
কিন্তু বাঁধা তো সহজ নয়। মায়ের এক হাতে তো গোপালকে ধরা আছে, ছাড়িয়া দিলেই পলাইবে। এক হাত দিয়া কটি বেষ্টন করিয়া বাধা খুব কঠিন কাজ। গোপাল স্থির হইয়া দাঁড়াইলে খুব কঠিন নয়। কিন্তু গোপাল 'ছেড়ে দাও, ছেড়ে দাও' বলে এত ছটফট করিতেছে যে, বাঁধা অসম্ভব। প্রাণপণ চেষ্টা করিয়া মা কোমরের দড়িটা ঘুরাইয়া আনিলেন, কিন্তু গিঠ দিতে যাইয়া দেখিলেন দড়িটি আঙ্গুল দুই খাটো। আর একটু বড় হইলে হইত। আর এক গাছা দড়ির খোঁজ করিতে লাগিলেন। হঠাৎ মনে হইল চুলেই দুই গাছা দড়ি ছিল। মা মাথার খোপা হইতে আর এক গাছা দড়ি টানিয়া বাহির করিলেন। মায়ের সমস্ত চুল একেবারে আলুথালু হইয়া গেল। বসন ভূষণও গোপালের পিছনে দৌড়াইয়া অসামঞ্জস্য হইয়া গেল। কিছুটা হইয়াছিল গোপালের পিছনে পিছনে দৌড়াইতে, আর বাকিটা হইল ওর সাথে হাত ধরিয়া বাঁধার জন্য টানাটানি করিতে করিতে।
📖 'শ্রীমহানামব্রত প্রবন্ধাবলী'