Bubul Soren D.G.P
396 views
#📲আমার প্রথম পোস্ট✨ #bhakti #bhakti পূর্ণ পরমাত্মা সতভক্তি করা ব্যক্তির আয়ু বাড়াতে পারেন এবং যেকোনো রোগকে নাশ করতে পারেন। ঋগ্বেদ মণ্ডল ১০ সুক্ত ১৬১ মন্ত্র নং- ২ ও ৫, সুক্ত ১৬২ মন্ত্র নং- ৫, সুক্ত ১৬৩ মন্ত্র নং- ১-৩ 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 সত্‌ভক্তি করার মাধ্যমে এই দুঃখের সংসার থেকে পার হয়ে ঐ পরম শান্তি এবং শাশ্বত স্থান (সনাতন পরম ধাম) প্রাপ্তি হয় (যা উল্লেখ করা হয়েছে গীতা অধ্যায় ১৮ শ্লোক ৬২-তে ) এবং যেখানে যাওয়ার পর সাধক পুনরায় আর সংসারে ফিরে আসে না।