আজ ৫ ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। ভারত বর্ষে পালন করা হয় শিক্ষক দিবস। সর্ব প্রথমে আমার প্রথম শিক্ষক আমার মা এবং আমার সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা জীবনের পথে আমাকে পরিচালিত করার জন্য ।মা প্রথম শিক্ষক, কারণ তিনি সন্তানের জীবনের শুরু থেকে নৈতিকতা, ভাষা, এবং সামাজিক দক্ষতা শেখান, যার মাধ্যমে শিশুর মূল্যবোধ তৈরি হয় এবং তার পরবর্তী জীবনে এই শিক্ষাগুলি প্রভাব ফেলে। মা একজন শিশুর প্রথম পরিচর্যাকারী এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করেন, যার ভালোবাসা ও স্নেহের মাধ্যমে শিশু এই পৃথিবীকেপ্রথম চেনেন।সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক । আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র /ছাত্রী। আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান একজন শিক্ষক। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের একটি শিশুকে উজ্জ্বল নক্ষত্র তৈরী করেন। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র/ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক গুরুত্বপুর্ণ। এই শিক্ষক দিবসে জীবনের সকল শিক্ষাগুরুর মুখে হাসি ফোটার এক গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল মুহূর্ত। আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান একজন প্রকৃত শিক্ষক।শিক্ষক একটি মহান শব্দ নয়। বরং একটি মহান প্রতিশ্রুতি। #👩🏻🏫শিক্ষক দিবস স্ট্যাটাস🖊️#😍 শিক্ষক দিবসের শুভেচ্ছা📚#📢শেয়ারচ্যাট স্পেশাল#📰জেলার আপডেট📰#💔একাকিত্ব জীবন💔