#🙂ভক্তি😊 নিঃসন্তান ও স্বজনহীনের গতি কি হবেঃ──
·٠•●⊰🌀💠🌀⊱●•٠·
🍃🌷 একবার পক্ষীরাজ গরুড় বৈকুন্ঠ ধামে শ্রীহরি বিষ্ণুর চরণসেবা করছিলেন। হঠাৎ গরুড়দেবের মনে মর্ত্যলোকের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেসে উঠল। তিনি দেখলেন, সংসারে যার পুত্র আছে, স্বামী আছে, তার মৃত্যুর পর পিণ্ডদান করার লোক আছে। কিন্তু যার কেউ নেই, তার কী হবে?
·٠•●∞| ✠ |∞●•٠·
🍃🌷 গরুড় জোড়হাতে ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেনঃ──
"হে প্রভু! শাস্ত্রে বলা আছে 'পুৎ' নামক নরক থেকে যে ত্রাণ করে, সেই পুত্র। কিন্তু সংসারে এমন অনেক নারী বা পুরুষ আছেন যারা নিঃসন্তান, স্বামীহীন বা স্বজনহীন। তাদের মৃত্যুর পর কে পিণ্ড দেবে? তাদের আত্মার সদগতি বা মুক্তি কীভাবে হবে? তারা কি তবে অনন্তকাল প্রেতযোনিতে ঘুরে বেড়াবে?"
·٠•●∞| ✠ |∞●•٠·
⚜️ ভগবান বিষ্ণু গরুড়ের এই করুণাময় প্রশ্ন শুনে স্মিতহাস্য করলেন এবং অত্যন্ত গূঢ় এক সত্য প্রকাশ করলেন।
"হে পক্ষীশ্রেষ্ঠ! তুমি ঠিকই বলেছ যে পুত্র পিণ্ডদান করলে জীবের তৃপ্তি হয়। কিন্তু জানো, আমার প্রতি ভক্তিই হলো সর্বশ্রেষ্ঠ পিণ্ড। যার কেউ নেই, আমি স্বয়ং তার ভার গ্রহণ করি।"
⚜️ভগবান বিষ্ণু একটি শ্লোকের মাধ্যমে পরম সত্যটি ব্যাখ্যা করলেন:
·٠•●∞| #শ্লোক |∞●•٠·
ন দানৈঃ ন চ ইজ্যাভিঃ ন চ পুত্ৰৈঃ ন বান্ধবৈঃ।
তস্যোদ্ধারো ভবেৎ পক্ষিন্ যস্য ভক্তিঃ মায়ি স্থিরা।।
·٠•●∞| ✠ |∞●•٠·
⚜️ হে পক্ষীরাজ! প্রচুর দান, যজ্ঞ, পুত্র বা বান্ধব—এদের দ্বারা জীবের প্রকৃত উদ্ধার হয় না। যার আমার (ঈশ্বরের) প্রতি অচলা ভক্তি আছে, তার উদ্ধারের দায়িত্ব আমি স্বয়ং গ্রহণ করি।
·٠•●⊰🌀💠🌀⊱●•٠·
⚜️ অনাথের নাথ জগন্নাথঃ──
🍃🌷ভগবান বিষ্ণু বিষয়টি বুঝিয়ে বলার জন্য একটি প্রাচীন (তত্ত্বকথা) বললেনঃ──
একবার এক বৃদ্ধা ব্রাহ্মণী ছিলেন, যার স্বামী বা পুত্র কেউই ছিল না। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং সারাজীবন এই চিন্তায় কাঁদতেন যে,
"আমার মৃত্যুর পর কে আমার শ্রাদ্ধ করবে? কে আমাকে এক গণ্ডুষ জল দেবে?"
🍃🌷একদিন তিনি তার কুঁড়েঘরে বসে কাঁদছেন, এমন সময় এক দিব্য ঋষি সেখানে উপস্থিত হলেন। তিনি বৃদ্ধাকে বললেন, "মা, তুমি কাঁদছ কেন?"
🍃🌷 বৃদ্ধা বললেন, "বাবা, আমি বড়ই অভাগা। আমার পিণ্ড দেওয়ার কেউ নেই। আমার কি নরকবাস হবে?"
🍃🌷 ঋষি তখন গরুড় পুরাণের সারকথা তাকে বুঝিয়ে বললেন। তিনি বললেনঃ──
"মা, যার লৌকিক পুত্র নেই, তার জন্য শাস্ত্র তিনটি পথের কথা বলেছে:
🔸১. #ভক্তিযোগঃ── যে ব্যক্তি মৃত্যুর আগে গোবিন্দ বা হরিকথা শ্রবণ করেন এবং ঈশ্বরের নাম জপ করেন, তার কোনো পিণ্ডের প্রয়োজন হয় না। স্বয়ং যমরাজ তাকে স্পর্শ করতে পারেন না।
🔹২. #জীবিত_শ্রাদ্ধঃ── গরুড় পুরাণ অনুসারে, যার কেউ নেই, তিনি জীবিত থাকাকালেই নিজের শ্রাদ্ধ নিজে করে যেতে পারেন। একে *'জীবৎশ্রাদ্ধ'* বলে।
💠৩. #জগৎ_সংসারই_পরিবারঃ── তুমি তোমার সাধ্যমতো ক্ষুধার্তকে অন্ন দাও, পশুপাখিকে জল দাও। এই নিঃস্বার্থ দানই তোমার পারলৌকিক পাথেয় হবে।"
·٠•●∞| ✠ |∞●•٠·
⚜️ ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, "হে গরুড়! ওই বৃদ্ধা আমার ওপর ভরসা করে শেষ জীবনে নাম জপে মন দিলেন। যেদিন তিনি দেহত্যাগ করলেন, সেদিন তার সংস্কার করার জন্য কোনো লৌকিক পুত্র ছিল না বটে, কিন্তু আমার পার্ষদগণ (বিষ্ণুদূত) এসে তাকে সসম্মানে বৈকুন্ঠে নিয়ে গেলেন। কারণ, যে আমাকে পিতা, মাতা, বন্ধু বলে মেনে নেয়, আমিই তার পুত্র হয়ে তার সমস্ত কর্মভার গ্রহণ করি।"
·٠•●⊰🌀💠🌀⊱●•٠·
🍃🌷 রামায়ণেও আমরা দেখি,
গৃধ্ররাজ জটায়ুর কোনো সন্তান ছিল না। কিন্তু তিনি যখন রামের সেবায় প্রাণ দিলেন, তখন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তার 'পুত্র' হয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন।
·٠•●∞| #শ্লোক |∞●•٠·
অনাথস্য জগন্নাথঃ ত্রাতা ভবতি সর্বদা।
যস্য নাস্তি গতিঃ কাচিৎ তস্য গতিঃ জনার্দনঃ।।
·٠•●∞| ✠ |∞●•٠·
⚜️ যার কেউ নেই (অনাথ), জগন্নাথ (জগতের নাথ) সর্বদা তার ত্রাতা হন। যার কোনো গতি নেই, শ্রীহরি জনার্দনই তার একমাত্র গতি।
·٠•●⊰🌀💠🌀⊱●•٠·
⚜️ #পরামর্শ_ও_সান্ত্বনাঃ──
আপনি নিজেকে একা ভাববেন না। গরুড় পুরাণ শাস্ত্র অনুযায়ী আপনার জন্য সুনির্দিষ্ট কিছু করণীয় আছে যা করলে আপনি নিঃসংশয়ে সদ্গতি লাভ করবেন।
🏵️ ১. #ইষ্টনাম_জপঃ── সংসারে লৌকিক স্বামী বা সন্তান নশ্বর, তারা আজ আছে কাল নেই। কিন্তু ঈশ্বর অবিনশ্বর। আপনি রোজ নিয়ম করে ইষ্টনাম জপ করুন। গীতায় ভগবান বলেছেন, "যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, সে আমাকেই পায়।"
🏵️ ২. #সেবা_ও_দানঃ── আপনার সাধ্যমতো পশুপাখিকে (যেমন কুকুর, বিড়াল বা পাখিকে) খাবার দিন। গরুড় পুরাণে বলা হয়েছে, ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দিলে তা সরাসরি পিতৃপুরুষ ও ঈশ্বরের কাছে পৌঁছায়।
🏵️৩. #মানস_পূজাঃ── নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। ভাবুন যে, ঈশ্বরই আপনার পিতা, তিনিই আপনার সন্তান।
যার স্বামী বা সন্তান নেই, তার বন্ধন অনেক কম। তার জন্য ঈশ্বরের কাছে যাওয়া অনেক সহজ। আপনি 'অভাগা' নন, আপনি ঈশ্বরের বিশেষ কৃপাপ্রার্থী। যিনি দ্রৌপদীকে ভরা সভায় রক্ষা করেছেন, যিনি জটায়ুর সৎকার করেছেন— সেই ঈশ্বর আপনারও হাত ধরে আছেন। নির্ভয়ে তাঁর নাম নিন, আপনার গতি নিশ্চিতভাবেই মঙ্গলের হবে।
•──•●✦|| হরিবোল ||✦●•──•
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"রাম"রাম"হরে"হরে।।"
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
🧚♂️𝄞⋆⃝ 🧚♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚♂️𝄞⋆⃝🧚♂️
━───────⊱❉✸❉⊰────────━
⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️
🙏🏻 👣👣🙏🏻
#হরেকৃষ্ণ_হরেকৃষ্ণ_কৃষ্ণকৃষ্ণ_হরেহরেঃ #সনাতন_ধর্ম #রাধে_রাধে #শ্রীকৃষ্ণ