অনুসরণ করুন
FIRE FLAME Production
@3599284740
11
পোস্ট
9
ফলোয়ার্স
FIRE FLAME Production
478 জন দেখলো
11 দিন আগে
#🪷 শুভ শারদীয়া ২০২৫🔱 হারিয়ে গেল কই? পুজো আসছে আসছে এই সময় টা বড্ড অলস তাই না? এই সময় টায় বড্ড ছেলেবেলার দিনগুলো তে ফিরে যাই জানেন। আমাদের সেই ফেলে আসা আটপৌরে কেপ বন্দুক ফাটানো ছোটবেলায় মনে পরে পুজোর আগে মা পাঁজা ধরে পুরনো শাড়ি জামা বের করতো, তারপর ছাদে যেতো ওগুলো কে রোদ খাওয়াতে, আমিও যেতাম মার সাথে, কি মারাত্মক হুড়োহুড়ি করতাম, সে কি আনন্দ, শাড়ি গুলো নিয়ে বুক ভোরে গন্ধ নিতাম, রোদ উপছানো একটা অদ্ভুত সুন্দর গন্ধ, কি দারুন লাগতো গন্ধ টা,আজও নাকে লেগে আছে সেই গন্ধ টা, আজ আমার আলমারি তে কত শাড়ি, স্তরে স্তরে সাজানো শাড়ি তে সেই পুরোনো গন্ধ টা আর পাই না। আলমারির প্রতিটা কোন তন্ন তন্ন করে খুঁজেও পাই না গন্ধ টা, সময় এর সাথে সাথে গন্ধ টা ও কোথাও একটা হারিয়ে গেছে, এক ছুট দিয়ে পেরিয়ে গেছে তেপান্তরের মাঠ। সেখানে আমি আর পৌঁছাতে পারবো না। শুধু চোখ বন্ধ করে অনুভব করি দিনগুলো। পুজোর আগে এখন নতুন জামা কেনার হিড়িক তুলি, আমার জন্য নয় বাচ্ছার জন্য, নিজের জামা কেনা টা আজ অপচয়,দিনে দিনে সংসারে মায়ের পোস্ট টা আমি নিচ্ছি। যখন ছোট ছিলাম ভাবতাম মা কত ভালো আছে, পড়ার চাপ নেই, পরীক্ষার চিন্তা নেই। আজ যখন সংসারে সম্পূর্ণ সম্পৃক্ত তখন বুঝি সংসার টা কতটা চাপের পরীক্ষার চাপের থেকে। পার্থক্য একটাই এখন আর ফাঁকি দি না তখন পুজোয় বন্ধু ছিল সস্তার ফুচকা ঘুগনি ছিল প্রথম প্রেমের পাওয়া ছিল আনাড়ি হাতে কুচি সামলানোর ব্যাস্ততা ছিলো মায়ের হাতের মাংস ছিলো অনেক শাসন বাঁধন ছিলো আবদারের জায়গা ছিলো ঠাকুর আসার আনন্দ ছিলো বিসর্জনের দুঃখ ছিলো বছর ধরে প্রতীক্ষা ছিলো বাজির পোড়া গন্ধ ছিলো ভাসান নাচের ছন্দ ছিলো আজও বন্ধু আছে কিন্তু এখন তাদের সাথে পুজো কাটে হোয়াটস্যাপ এর sms ফরোয়ার্ড এর মধ্যে শাড়ি আজও পড়ি তবে কুচি সামলাতে হিমশিম খাই না মায়ের বদলে মাংস আজ আমি রান্না করি, শাসন ও নেই আবদার করার জায়গা নেই সময় এগিয়ে গেছে আমিও বড়ো হয়ে গেছি এখন না ছোট্ট বাচ্ছা দেখলেই খুজতে চাই নিজেদের সেই ছেলে বেলার 🙂পুজো, পাই না জানেন, ওদের পুজো গুলো আমাদের মতো ওতো সাদামাটা, আটপৌরে না, বড্ড বেশি ঝলমলে, চকচকে। তাতে চোখ ঝলসায় মনে নরম প্রলেপ লাগে না, হারিয়ে ফেলেছি সেই ছোটবেলা, সেই পুজো সব সে আর ফিরবে না কোনোদিন না 😔 মিসেস বন্দ্যোপাধ্যায় @highlight #followme
FIRE FLAME Production
683 জন দেখলো
11 দিন আগে
#🌜শুভ রাত্রি🌙 পুজো আসছে আসছে এই সময় টা বড্ড অলস তাই না? এই সময় টায় বড্ড ছেলেবেলার দিনগুলো তে ফিরে যাই জানেন। আমাদের সেই ফেলে আসা আটপৌরে কেপ বন্দুক ফাটানো ছোটবেলায় মনে পরে পুজোর আগে মা পাঁজা ধরে পুরনো শাড়ি জামা বের করতো, তারপর ছাদে যেতো ওগুলো কে রোদ খাওয়াতে, আমিও যেতাম মার সাথে, কি মারাত্মক হুড়োহুড়ি করতাম, সে কি আনন্দ, শাড়ি গুলো নিয়ে বুক ভোরে গন্ধ নিতাম, রোদ উপছানো একটা অদ্ভুত সুন্দর গন্ধ, কি দারুন লাগতো গন্ধ টা,আজও নাকে লেগে আছে সেই গন্ধ টা, আজ আমার আলমারি তে কত শাড়ি, স্তরে স্তরে সাজানো শাড়ি তে সেই পুরোনো গন্ধ টা আর পাই না। আলমারির প্রতিটা কোন তন্ন তন্ন করে খুঁজেও পাই না গন্ধ টা, সময় এর সাথে সাথে গন্ধ টা ও কোথাও একটা হারিয়ে গেছে, এক ছুট দিয়ে পেরিয়ে গেছে তেপান্তরের মাঠ। সেখানে আমি আর পৌঁছাতে পারবো না। শুধু চোখ বন্ধ করে অনুভব করি দিনগুলো। পুজোর আগে এখন নতুন জামা কেনার হিড়িক তুলি, আমার জন্য নয় বাচ্ছার জন্য, নিজের জামা কেনা টা আজ অপচয়,দিনে দিনে সংসারে মায়ের পোস্ট টা আমি নিচ্ছি। যখন ছোট ছিলাম ভাবতাম মা কত ভালো আছে, পড়ার চাপ নেই, পরীক্ষার চিন্তা নেই। আজ যখন সংসারে সম্পূর্ণ সম্পৃক্ত তখন বুঝি সংসার টা কতটা চাপের পরীক্ষার চাপের থেকে। পার্থক্য একটাই এখন আর ফাঁকি দি না তখন পুজোয় বন্ধু ছিল সস্তার ফুচকা ঘুগনি ছিল প্রথম প্রেমের পাওয়া ছিল আনাড়ি হাতে কুচি সামলানোর ব্যাস্ততা ছিলো মায়ের হাতের মাংস ছিলো অনেক শাসন বাঁধন ছিলো আবদারের জায়গা ছিলো ঠাকুর আসার আনন্দ ছিলো বিসর্জনের দুঃখ ছিলো বছর ধরে প্রতীক্ষা ছিলো বাজির পোড়া গন্ধ ছিলো ভাসান নাচের ছন্দ ছিলো আজও বন্ধু আছে কিন্তু এখন তাদের সাথে পুজো কাটে হোয়াটস্যাপ এর sms ফরোয়ার্ড এর মধ্যে শাড়ি আজও পড়ি তবে কুচি সামলাতে হিমশিম খাই না মায়ের বদলে মাংস আজ আমি রান্না করি, শাসন ও নেই আবদার করার জায়গা নেই সময় এগিয়ে গেছে আমিও বড়ো হয়ে গেছি এখন না ছোট্ট বাচ্ছা দেখলেই খুজতে চাই নিজেদের সেই ছেলে বেলার 🙂পুজো, পাই না জানেন, ওদের পুজো গুলো আমাদের মতো ওতো সাদামাটা, আটপৌরে না, বড্ড বেশি ঝলমলে, চকচকে। তাতে চোখ ঝলসায় মনে নরম প্রলেপ লাগে না, হারিয়ে ফেলেছি সেই ছোটবেলা, সেই পুজো সব সে আর ফিরবে না কোনোদিন না 😔 মিসেস বন্দ্যোপাধ্যায় @highlight #🙏দুর্গাপুজোর কাউন্ট ডাউন🙏
See other profiles for amazing content