আদালত কী রায় দেবে, সব বিজেপি নেতারা আগে জেনে যায়। কবে নোটিফিকেশন জারি হবে, তাও বিজেপি আগে জেনে যায়। বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে নির্বাচন কমিশন।
প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে SIR-এর চাপে, বিজেপি নেতারা মৃতদের বাড়ি গিয়ে একবারও খবর নিয়েছে? তৃণমূলকে বিপদে ফেলতে গিয়ে, বাংলার মানুষের ক্ষতি করছে বিজেপি।
তিন দিন কেটে গেছে,আমাদের তোলা পাঁচ প্রশ্নের একটারও উত্তর দিতে পারেনি কমিশন। যদি সাহস থাকে তাহলে বৈঠকের লিখিত বিবরণী প্রকাশ করুক কমিশন। মিথ্যাচার চলতে থাকলে কমিশনকে আদালতে নিয়ে যাওয়ার হুঙ্কার মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
#ছি:ছি: বিজেপি #জয় বাংলা #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #তিন বাটি শুভেন্দু #জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়