কলকাতায় মাত্র কয়েক ঘণ্টার জলাবদ্ধতা হলে আমরা সবাই সেই নিয়ে আলোচনা করি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি।
কিন্তু বাংলার বহু জেলায় মানুষ বছরের পর বছর বন্যার কষ্ট সহ্য করে যাচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে—তার খবর তেমন কেউ রাখে না।
মুর্শিদাবাদ, গঙ্গাভাঙনসহ বহু এলাকার মানুষ আজও ভয়াবহ দুর্দশায় দিন কাটাচ্ছে।
তাদের দুঃখ-দুর্দশা নিয়েও আমাদের একটুও কথাবার্তা হয় না…
আমরা যেন ভুলে না যাই—বাংলা মানেই শুধু কলকাতা নয়, গোটা বাংলার মানুষই আমাদের আপন।
#কলকাতাবৃষ্টি
#গ্রামীণবাংলা
#বন্যাদুর্গত
#মানুষেরকথা
#বাংলারমানুষ
#সচেতনতা
#সোশ্যালমিডিয়া
#বাংলাপ্রেম
#কলকাতাজলাবদ্ধতা
#💑রোমান্টিক বৃষ্টি #😍বৃষ্টির দিনের স্টেটাস 🌧 #🌦️মেঘ বৃষ্টির ফোটোগ্রাফি📷