উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হিন্দু সাধু-সন্তদের নির্মমভাবে পেটালো যোগীর পুলিশ। সাধুদের চুলের মুঠি ধরে টানতে টানতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হল।
কোনও মেইনস্ট্রিম সংবাদমাধ্যমে এই বর্বরতার খবরটা দেখেছেন? হিন্দি কিংবা বাংলা? দেখবেন না। কারণটা আপনিও জানেন, আমিও জানি। আর এটা কোন বিজেপি বিরোধী শাসিত রাজ্য হলে, সেই সরকার "হিন্দু নিধনকারী" নাম পেয়ে যেত!
হিন্দু বিপদে আছে। বিজেপির থেকে.. এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল! #📰দেশের আপডেট📰