শহরে ৪০টি স্পর্শকাতর জায়গা চিহ্নিত হয়েছে, ৮৫টি সিসি ক্যামেরা বসাচ্ছে লালবাজার
শহরের অন্যান্য জায়গাতেও সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নিউ মার্কেট, হাতিবাগান, খান্না, গড়িয়াহাট, লেক মার্কেট–সহ নানা জায়গায় বসানো হবে সিসি ক্যামেরা। যাতে অপরাধী অপরাধ করে পালাতে না পারে। বেশি সংখ্যায় ক্যামেরা বসানো নিয়ে বৈঠক করেছেন যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার। আগেও বড় অঙ্কের টাকা লুটের ঘটনা ঘটেছে।, বাংলার মুখ