অনুসরণ করুন
Jhilik has
@jhilikhas64892
2,386
পোস্ট
2,713
ফলোয়ার্স
Jhilik has
540 জন দেখলো
13 দিন আগে
#😇আজকের Whatsappস্টেটাস 🙌 #apj আবদুল কালাম #abdul kalam এর বাণী “যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে প্রথমে সূর্যের মতো জ্বলতে শেখো ।” 🙏🏻 Heartfelt tributes and countless blessings to Missile Man of India on his birthday. 🌼✨❤️ #abdulkalam #birthday #wishes #MissileMan #quotes
Jhilik has
612 জন দেখলো
23 দিন আগে
#🙏 কোজাগরী লক্ষ্মী পুজা স্ট্যটাস ২০২৫👣 #🙏মা লক্ষ্মীর আশীর্বাদ👣 #🌷শুভ কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫🙏 #👣জয় মা লক্ষ্মী🌷 #👣কোজাগরী লক্ষী পুজা মাহাত্ব্য ২০২৫🙏 ⁉️ লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী বউমা কি সেই যে সংসারে থেকে শুধু সংসারের কাজ করে নাকি সেও যার সাহায্যে সংসারে অর্থ আসে! 🙏🏻 যদি অর্থের জন্য আমরা মা লক্ষ্মীর বন্দনা করি তাহলে ছেলেদের পাশাপাশি মেয়েদের অর্থ উপার্জন Mandatory নয় কেন? ✨ আধুনিক নারীবাদের যুগে মেয়েদের Influence করা হয় লক্ষী নয়, দুর্গা-কালী হও। তবে মা দুর্গা, মা কালী যেমন শক্তির দিক থেকে স্বয়ংসম্পূর্ণা, মা লক্ষ্মীও তেমনি অর্থের দিক থেকে স্বয়ংসম্পূর্ণা যিনি নিজেই অর্থ ও সমৃদ্ধি প্রদান করেন। 🪷দোষটা আমাদের, লক্ষ্মীর নয়। আমরাই লক্ষ্মীকে ভুল ব্যাখ্যা করে চলেছি। 👩🏻‍💻 সকলকে কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 🙏🏻❤️🌼
Jhilik has
586 জন দেখলো
26 দিন আগে
#🔱শুভ বিজয়ার স্ট্যাটাস 🪷 #🪷 শুভ শারদীয়া ২০২৫🔱 #💃বিজয়া দশমীর লুক ২০২৫🌷 #🙏শুভ বিজয়া দশমী ২০২৫🌷 #🎪দশমীর প্যান্ডেল হপিং ২০২৫🎠 🙏🏻 শুভ বিজয়া, বড়দের জানাই আমার প্রণাম আর ছোট আর সমবয়সীদের জানাই অনেক অনেক ভালোবাসা। 🌺❤️ 🙏🏻🧡 তার সাথে বলবো Happy Dussehra 🙏🏻🧡 ✨ না, মন খারাপ নয়। মা তো প্রতিবছরই আসে। তিনি তো আমাদের মনেই রয়েছেন। আনন্দের পর বিষাদ না এলে আবার পরবর্তী আনন্দের সূচনা হবে কেমন করে? এই বিষাদের পরেই শুরু হোক আবার নতুন লড়াই। এই বিদায় বেলা যেন তারই আগমন বার্তা। ✨ 🔱 আমরা যারা কলকাতার আশেপাশে থাকি আর এখনো অবধি মায়ের কৃপায় সুস্থ শরীর নিয়ে বেঁচে রয়েছি, আমাদের পূজো তো এখন শুরু হয়ে যায় প্রায় মহালয়া থেকেই কিন্তু একবার ভেবে দেখেছেন কী কলকাতা থেকে দূরে দূরে এমন কত ছেলেমেয়ে আছে যাদের ইচ্ছে করে কলকাতায় এসে বাঙালীর প্রাণের উৎসবে মাতোয়ারা হই কিন্তু বাদ সাধে টাকা। তাদের কথা না হয় বাদই দিলাম। 📌 খোদ কলকাতা শহরেই এমন কত মানুষ আছেন যারা ঠিকঠাক হাঁটাচলা করতে পারেননা। বয়সের ভারে কিম্বা শারীরিক কারণে তাদের পুজোতে ঘোরা হয়ে ওঠেনা। তারাও চায় অন্য সকলের মতো কলকাতার জনজোয়ারে গা ভাসাতে, তারাও স্বপ্ন দেখে তাদের ছেলেমেয়েরা একদিন তাদের নিয়ে যাবে কোন উপায় করে আর সব ছেলেমেয়েরা বিকিয়ে যায় না। সব ছেলেমেয়েরা ভাবেনা চাকরি পেয়ে নিজের Life এ Settle হয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। 😌 সেই ছেলেমেয়েগুলোও স্বপ্ন দেখে কোন একদিন তার নিজস্ব এক বাহন হবে আর তাতে করে বাবা-মাকে নিয়ে ঘুরে বেড়াবো এই আনন্দ নগরী। যে দুটো হাত ধরে ছোট্টবেলায় ঘুরে বেড়িয়েছি সেই হাতেই আবার রাখবো হাত। কত ছেলেমেয়ে সেই দিনের প্রতীক্ষায় বসে... 🪔 মা যেন সেই লড়াইয়েরই আভাস দেয়। তিনি যেমন সিংহবাহিনী হয়ে মহিষাসুর বধ করে যুদ্ধে জয়ী হয়েছিলেন। তেমনি জয়ী হোক তার সন্তানেরাও জীবন যুদ্ধে। তিনি পরীক্ষা নেন। 🙏🏻 মায়ের কাছে প্রার্থনা করুন, মাগো, শীঘ্রই সেই এক পুজো আসুক যে পুজোতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে তোমার পায়ে মাথা রেখে বলতে পারি, মা আজ তুমি আমায় সব দিয়ে দিয়েছো। আর কিচ্ছু চাই না। 🙏🏻 🌼 পূরণ হোক সেইসব ছেলে মেয়ের স্বপ্ন। পূরণ হোক সেই সব মা-বাবাদের ছোট ছোট খুশি। ভালো থেকো কলকাতা। আবার এসো মা। নতুন রঙে রাঙিয়ে দিও সবার জীবন। 🌼🙏🏻❤️
See other profiles for amazing content