#🕊️আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৫☮️ #🌎 বিশ্ব পর্যটন দিবস🌎 #🎪সপ্তমীর প্যান্ডেল হপিং ২০২৫🎠 #🎪সপ্তমীর প্যান্ডেল হপিং ২০২৫🎠 #👨🎓ক্যারিয়ার টিপস👩💻 #🌎জ্ঞানের ভূবন👨🎓
●সিলেটি ভাষার ১০০ টি প্রবাদ ।
60/ খেত অনে বিক্ক লাভ।
61/ অইল কামর ঔষধ নাই।
62/ চিন ভাওগনর লগুন লাগে না।
63/ হস্তাত পস্তানি দরও খেট খেটানি।
64/ বেল পাকিলে কাওয়ার আশা থাকে।
65/ জেগে জেতা করে তার লগে অতা তাখে।
66/ তেতই বেখা ফুলও আর বেটিন বেখা মুলও।
67/ জিবরার লালচে মেয়ুকরি মরে।
68/ হক্ব মাত ভাত নাই।
69/ চুর গিয়া হারলে বুদ্ধি বারয়।
70/ রাইতকুর বুদ্ধি হিয়ালে খায়।
71/ রয়ুন রুয়া রুয়া পুটকি এখানো।
72/ কম পানির মাছ বেশ পানিত পড়লে ফালায় বেশি।
73/ যে পুঁতে রণ করে তার আটুত চিন পাবা যায়।
74/ হাই মরছে হাঞ্জাবালা কান্দিয়া উঠে পতাবালা।
75/ নাই মামু অনে কানা মামু ভালা।
76/ বিনা বাতাসে গাছর পাতা লড়ে না।
77/ ডঙ্গে রঙ্গ অয়।
78/ পানিত ছেদ মারলে হাঁটুত পড়ে।
79/ পরের পুতে নাও বায় তেল তেলাইয়া চলে।
80/ হাজার ছেদে নাও এক ছেদে চেলি।
81/ ফল পাকলে অয় মিটা মানুষ পাকলে অয় তিতা।
82/ পরের লাগি যে গাত খুঁড়ে নিজোর গাতো পড়ি মরে।
83/ গরু চেনা যায় দাঁতে মানুষ চেনা যায় মাতে।
84/ পেটে নাই ভাত জাতের কপালে মার লাথ।
85/ উচিত মাতে গুচিত ধরে।
86/ না হাইর কূল না ভাইর কূল।
87/ সরকারো খানি মছিদো ঘুমানি।
88/ চেনাইতে ছাগি না ধরলে দৌড়াইয়াও ধরা যায় না।
89/ কলা আইলো গলার তল বাকল গেল উগার তল।
90/ কান টানলে মাথা আয়।
91/ বানদির কপালো মনদির ফুটা।
92/ বাফে না পুঁতে চুজ্ঞা ভরি মুতে।
93/ হাজিয়া নাইয়র খুঁজিয়া ভাত।
94/ আগর আল যেবায় যায় খরর আলয়ো অবায় যায়।
95/ ফরর কাম ফরে করে জুয়াল দিয়া বরণ গালে।
96/ মাতেনা ডেখায় মাথা মারে আর ওউ ডেখায় মানুষ মারে ।
97/ তোমার নাই হুশ আমার কি দোষ।
98/ বাফ ভালা বেটা ভালা।
99/ জানেনা বিসমিল্লার গুড়ি বিয়া করত চায় মুল্লার ফুড়ি।
100/ ব্যবহারে বংশর পরিচয়।