১২ই জানুয়ারি | স্বামী বিবেকানন্দের জন্মদিন | জাতীয় যুব দিবস🙏🙏🙏
আজ শুধুই একটা দিন নয়।
আজ নিজের ভেতরের মানুষটাকে প্রশ্ন করার দিন।
আজ জেগে ওঠার দিন।
আমি মোটিভেশনাল সুজয়—
একজন সৈনিক ,পাবলিক স্পিকার, লাইভ কোচ, লাইভ ট্রান্সফরমেশন মেন্টর, NLP এক্সপার্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং একজন লেখক হিসেবে
আজ আমি কোনো ভাষণ দিচ্ছি না,
আজ আমি আমার হৃদয় খুলে যুব সমাজের কাছে কিছু কথা বলছি।
আজ আমি তোমার সাথে কথা বলছি—
হ্যাঁ, তোমার সাথেই।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন—
“শিবজ্ঞানে জীবসেবা করাই প্রকৃত ধর্ম।
জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর।”
কিন্তু প্রশ্ন হলো—
আমরা কি সেই পথেই হাঁটছি?
একবার নিজের কাছে তিনটে প্রশ্ন করো—
প্রথম প্রশ্ন:
এই পৃথিবীতে এত কিছু থাকতে—
গাছ, পশু, পাখি, কীটপতঙ্গ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, টিকটিকি, আরশোলা—
আমরা মানুষ হয়ে জন্মালাম কেন?
এটা কি শুধুই কাকতালীয়?
না।
মানুষ হয়ে জন্মানো কোনো দুর্ঘটনা নয়—এটা দায়িত্ব।
দ্বিতীয় প্রশ্ন:
আমি কেন এই পৃথিবীতে এসেছি?
আমার কি কোনো উদ্দেশ্য নেই?
কোনো লক্ষ্য নেই?
কোনো কর্তব্য নেই?
শুধু জন্মানো, বড় হওয়া, পড়াশোনা, চাকরি, বিয়ে, সন্তান, দায়িত্ব,
তারপর একদিন বুড়ো হয়ে মারা যাওয়া—
এটাই কি জীবনের অর্থ?
যদি এটাই সব হতো,
তাহলে মানুষ হয়ে জন্মানোর দরকারই বা কী ছিল?
তৃতীয় প্রশ্ন:
What is my duty?
আমার কর্তব্য কী?
আজকের যুব সমাজ খুব প্রতিভাবান,
কিন্তু দিকভ্রান্ত।
হাতের মধ্যে মোবাইল আছে,
কিন্তু চোখে স্বপ্ন নেই।
মুখে কথা আছে,
কিন্তু কণ্ঠে প্রতিবাদ নেই।
সব দেখেও আমরা চুপ থাকছি—
কারণ আমরা ভুলে যাচ্ছি
“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”
মানুষের পাশে মানুষ না দাঁড়ালে,
এই পৃথিবী শুধু একটা ভিড় হয়ে যাবে—
সমাজ হবে না।
আজ কেউ কাঁদছে,
কেউ একা,
কেউ ভেঙে পড়ছে—
আর আমরা বলছি, “আমার কী?”
এই “আমার কী” মনোভাবটাই
আমাদের ভিতর থেকে মানুষটাকে মেরে ফেলছে।
স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন—
নিজের মুক্তি শুধু নিজের জন্য নয়,
সমগ্র মানবজাতির কল্যাণেই আমাদের জন্ম।
আজ যুব সমাজকে বলছি—
জেগে ওঠো।
নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচো।
ক্ষমতা থাকলে সাহায্য করো,
সামর্থ্য না থাকলে অন্তত পাশে দাঁড়াও।
মনে রেখো—
ঈশ্বর মন্দিরে নয় শুধু,
ভাঙা মানুষের চোখের জলে আছেন।
ক্ষুধার্ত মানুষের ক্ষুধায় আছেন।
অসহায় মানুষের অসহায়তায় আছেন।
মানুষকে ভালোবাসা শিখলে,
মানুষের পাশে দাঁড়াতে পারলেই—
তুমিই হবে সত্যিকারের যুবক,
তুমিই হবে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত।
আজ এই যুব দিবসে
আমি শুধু একটাই কথা বলতে চাই—
👉 নিজেকে ছোট ভেবো না।
👉 নিজের জন্মকে প্রশ্ন করো।
👉 নিজের দায়িত্বকে চিনো।
👉 মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও।
কারণ মানুষ হয়ে জন্মেছি বলেই
আমাদের সবচেয়ে বড় ধর্ম—
মানুষ হওয়া।
—
✍️ Motivational Sujoy
Public Speaker | Live Coach | Life Transformation Mentor,A Soilder,
NLP Expert | Counselling Psychologist | Author🙏
#😎मोटिवेशनल गुरु🤘 #✍मेरे पसंदीदा लेखक #😇 चाणक्य नीति #🙌 Never Give Up