জয় মা লক্ষ্মী

Dhoni
272 জন দেখলো
18 ঘন্টা আগে
🌕✨ দীপান্বিতা অমাবস্যা : - অলক্ষ্মী বিদায় ও মহালক্ষ্মী আগমন — জীবনের অন্ধকার থেকে আলোর পথে এক আধ্যাত্মিক যাত্রা ✨🌕 দীপান্বিতা অমাবস্যা : - শুধু আলো জ্বালানোর উৎসব নয়, বরং এক গভীর আত্মিক শুদ্ধির সময় । এই দিনে আমরা ঘরের অন্ধকার তাড়াই, কিন্তু তার থেকেও বেশি — মন, জীবন আর চিন্তার অন্ধকার দূর করি । 🪔 কেন এই দিনে মহালক্ষ্মীর পূজা করা হয় ? শাস্ত্রমতে, অলক্ষ্মী হলেন দুর্ভাগ্যের প্রতীক — তিনি বাস করেন যেখানে অলসতা, বিশৃঙ্খলা, মলিনতা, তামসিকতা আর নেতিবাচকতা থাকে । আর দেবী মহালক্ষ্মী আসেন সেখানে, যেখানে আছে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, শুভ চিন্তা ও আলোর উপস্থিতি । তাই দীপান্বিতা অমাবস্যায় অলক্ষ্মীকে বিদায় করে ঘরে লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় : - অর্থাৎ অন্ধকার তাড়িয়ে আলোকে স্বাগত জানানো । 🌑 #অলক্ষ্মী_কে ? পুরাণ মতে, অলক্ষ্মী দেবী লক্ষ্মীর জ্যেষ্ঠা বোন । তিনি সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মীর পূর্বেই আবির্ভূত হন । তাঁর রঙ কৃষ্ণবর্ণ, বাহন গাধা, অলঙ্কার লোহা — যা তামসিকতার প্রতীক । তিনি নিস্ক্রিয়তা, অলসতা, বিভ্রান্তি এবং অন্ধকারের দেবী । তাই জীবনে যদি অলসতা, গৃহের অস্বচ্ছতা বা নেতিবাচকতা বাড়ে, তাহলে মনে করা হয় — অলক্ষ্মী বাস করছে সেই ঘরে । 🌸 লক্ষ্মী ও অলক্ষ্মীর মূল শিক্ষা : - যেখানে অন্ধকার, অলসতা, হিংসা, রাগ বা অভিমান — সেখানে দেবী লক্ষ্মী থাকতে পারেন না । লক্ষ্মী কেবল সেই ঘরেই প্রবেশ করেন, যেখানে আছে শান্তি, পরিচ্ছন্নতা, প্রার্থনা, পরিশ্রম ও পবিত্রতা । 🌼 পুজোর শুভ সময় (২০২৫) 📅 অমাবস্যা শুরু : - ২০ অক্টোবর, সোমবার সকাল ৩:৪৬ 📅 অমাবস্যা শেষ : - ২১ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৫:৫৫ 📿 অলক্ষ্মী বিদায় ও মহালক্ষ্মী পূজার শ্রেষ্ঠ সময় : - সূর্যাস্তের পরবর্তী সন্ধ্যা বেলা । এই সময় অলক্ষ্মী প্রতীক ঘরের বাইরে পূজা করে কুলো বাজিয়ে বিদায় জানাতে হয়, তারপর ঘরে মহালক্ষ্মীর আরাধনা করতে হয় । 🌺 দীপান্বিতা অমাবস্যার আধ্যাত্মিক বার্তা : - এই দিন শুধু প্রদীপ জ্বালানোর নয়, নিজের অন্তরের অন্ধকার দূর করার দিন । অলক্ষ্মী বিদায় মানে— জীবনের নেতিবাচক শক্তিগুলিকে ত্যাগ করা । লক্ষ্মী আগমন মানে— আলো, প্রাচুর্য, শান্তি ও শুভ শক্তিকে আহ্বান করা । 🌟 আজকের প্রতিজ্ঞা করুন : - মনের অলসতা দূর করব 🕯️ ঘর ও মন দুই-ই রাখব পরিচ্ছন্ন 🪷 নেতিবাচক চিন্তাকে বিদায় জানাব 🌿 দেবী লক্ষ্মীর আলোয় ভরিয়ে তুলব জীবন ✨ 💫 জীবনে আলোর জয় হোক, তমসা হোক পরাজিত । আজকের এই দীপান্বিতা অমাবস্যা হোক আপনার জীবনের নতুন সূচনা । #জয় মা লক্ষ্মী #👣জয় মা লক্ষ্মী🌷 #🙏🌺 জয় মা লক্ষ্মী 🙏🌺 #🙏জয় মা লক্ষ্মী🙏
Trending Tags