তুমি কথা দিয়েছিলে…..
তুমি বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না, যত ঝড়-ঝাপটা আসুক তুমি পাশে থাকবে,
তুমি বলেছিলে আমার চোখের জল মুছে দিবে, আমার কষ্ট ভাগ করে নিবে,
তুমি বলেছিলে আমি তোমার সবকিছু !
আর আমি বোকা মেয়ের মতো সেই কথাগুলো বিশ্বাস করেছিলাম, আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে তোমাকে আঁকড়ে ধরেছিলাম !
কিন্তু আজ?
আজ আমি একা !
তোমার সেই কথাগুলো, সেই প্রতিশ্রুতিগুলো এখন কেবল ভাঙা স্মৃতি, তোমার দেওয়া কথা আজ আমার কাছে একেকটা তীব্র ব্যথার মতো মনে হয়, মনে হয় আমি অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছি,
যেখানে আলো বলে কিছু নেই, আছে শুধু শূন্যতা আর নিঃশব্দ কান্না !
তুমি কি জানো?
আজও আমি অপেক্ষা করি, মনে মনে ভাবি, হয়তো তুমি ফিরে আসবে, হয়তো তুমি আবার বলবে, “আমি আছি, কোথাও যাইনি।”
কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর, তুমি আর আসো না, শুধু তোমার স্মৃতিগুলো এসে আমার হৃদয় ভেঙে দেয় !
আমি জানি, কেউ কখনো তোমাকে আমি যেভাবে ভালোবাসতাম, সেভাবে ভালোবাসতে পারবে না, আমি জানি, একদিন হয়তো তুমি বুঝবে, হয়তো একদিন আফসোস করবে, কিন্তু তখন আমার কাছে আর কিছু থাকবে না !
থাকবে শুধু এই ভাঙা হৃদয়, চোখের জলে ভরা কষ্ট আর সেই ভালোবাসা,ৎযা আজও শুধু তোমার জন্য বেঁচে আছে !
তুমি কথা দিয়েছিলে, কিন্তু কথাগুলো ভেঙে গিয়েছে !
আর আমি?
আমি আজও সেই ভাঙা কথার ভেতর ডুবে আছি, তোমাকে ছাড়া, তোমাকে খুঁজে… #broken heart #💔মনভাঙার গল্প #life hurts 💔🥺 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #🥺তোমায় আজও মনে পড়ে💔

