ShareChat
click to see wallet page
#📢শেয়ারচ্যাট স্পেশাল #🙏নমস্কার #হরে কৃষ্ণ এবার ষটতিলা একাদশী ব্রতদিনেই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি 🪁 • এদিন কি পিঠাপুলি ভোজন করা যাবে? • সংক্রান্তির বিধিনিয়ম পালন করা যাবে? • কোন তিল উত্তম? • গঙ্গা সাগর মেলা তিথির গঙ্গা স্নান কোনদিন কখন করতে হবে? ষটতিলা একাদশী ব্রত - ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ✅ (শুধুমাত্র আমেরিকার ক‍্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট; কানাডার অ‍্যালবার্টা, সাস্কাটুন, ব্রিটিশ কলাম্বিয়াতে ব্রত ১৩ জানুয়ারি । আর অস্ট্রেলিয়াতে ব্রত ১৫ জানুয়ারি) এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত ১৪ জানুয়ারি। • সকলে অবশ্যই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। • সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ/বৈষ্ণব/মন্দিরে তিল দান করতে পারেন। • তিল দ্বারা স্নান, পূজা/অর্ঘ‍্য, দান, তিলের নাড়ু, পিঠা তৈরি সকল ক্ষেত্রে কালো তিল অধিক শুভ। শ্রীমান গোপাল •তিলের নাড়ু, পিঠা, সন্দেশ, পায়েস প্রভৃতি তৈরি করে ভগবানকে নিবেদন করবেন। বুধবার বা বৃহস্পতিবার নিবেদন করতে পারেন অথবা উভয় দিনেই। • একাদশী ব্রতদিনে পিঠাপুলি ভোজন করবেন না। ব্রতের পরদিন গ্রহণ করবেন। • ব্রতের পরদিন সকালে পারণের সময়েও পিঠাপুলি গ্রহণ করতে পারেন। • সংক্রান্তির সকল বিধিনিয়ম স্বাভাবিকভাবেই পালন করবেন। • গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণ অথবা যেকোনো পবিত্র নদীতে/জলাশয়ে স্নান অথবা বাড়িতে তিনবার ‘গঙ্গা’ উচ্চারণ করে স্নান করবেন । মকর সংক্রান্তি মহাপুণ্য কাল: 🇮🇳 বিকেল ৩:১৩ থেকে ৫:০২ ঘটিকা 🇧🇩 বিকেল ৩:৪৩ থেকে ৫:৩২ ঘটিকা গঙ্গা স্নানের সময়সূচী: গঙ্গাসাগর/পশ্চিমবঙ্গ: বুধবার দুপুর ১:১৯ থেকে বৃহস্পতিবার দুপুর ১:১৯ পর্যন্ত বৃন্দাবন/দিল্লি: বুধবার দুপুর ১:৫০ থেকে বৃহস্পতিবার দুপুর ১:৫০ পর্যন্ত মুম্বই, মহারাষ্ট্র: বুধবার দুপুর ২:৩১ থেকে বৃহস্পতিবার দুপুর ২:৩১ পর্যন্ত চেন্নাই: বুধবার দুপুর ২:১৪ থেকে বৃহস্পতিবার দুপুর ২:১৪ পর্যন্ত ত্রিপুরা, অসম, মেঘালয়: বুধবার দুপুর ১:০৪ থেকে বৃহস্পতিবার দুপুর ১২:৫৬ পর্যন্ত বাংলাদেশ: বুধবার দুপুর ১:৩৮ থেকে বৃহস্পতিবার দুপুর ১:৩৮ পর্যন্ত সারা বিশ্বের একাদশী ব্রতের পরদিন পারণের সময়সূচী দেওয়া আছে এই পেই”জেই । সকলে সঠিকভাবে ব্রত পালন, ভগবানের সেবাপূজা, হরিনাম জপ কীর্তন, দান, শাস্ত্র অধ‍্যয়ন, তুলসীপূজন, গঙ্গাস্নানের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপাশীর্বাদ লাভ করুন। 🙌 হরে কৃষ্ণ 🙏 #gangasagarmela #hindu
📢শেয়ারচ্যাট স্পেশাল - ষটতিলা একাদশী ব্রত ১৪ জানুয়ারি ২০২৬ TI ಕಠP9A srman Gopala 033r (পৌষ) সংক্রান্তি মকর এ একাদশী ব্রত অবশ্যই পালন  একাদশীর পরদিন পিঠাপুলি ভোজন সংক্রান্তির সকল বিধি স্বাভাবিকভাবে পালন তিলের নাড়ু, পিঠা, সন্দেশ ভগবানকে নিবেদন| গঙ্গাস্নান (বাড়িতে স্নানাগারে তিনবার গঙ্গা উচ্চারণ করে) ষটতিলা একাদশী ব্রত ১৪ জানুয়ারি ২০২৬ TI ಕಠP9A srman Gopala 033r (পৌষ) সংক্রান্তি মকর এ একাদশী ব্রত অবশ্যই পালন  একাদশীর পরদিন পিঠাপুলি ভোজন সংক্রান্তির সকল বিধি স্বাভাবিকভাবে পালন তিলের নাড়ু, পিঠা, সন্দেশ ভগবানকে নিবেদন| গঙ্গাস্নান (বাড়িতে স্নানাগারে তিনবার গঙ্গা উচ্চারণ করে) - ShareChat

More like this