ShareChat
click to see wallet page
এবার রাজপথে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষকরা - বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত শিক্ষক নিয়োগ দুর্নীতি এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে যে কিছুতেই রাজ্য শিক্ষাদপ্তর আন্দোলন থেকে রেহাই পাচ্ছে না। এবার রাজপথে SLST চাকরিপ্রার্থীরা। একাধিক দাবিতে এবার রাজপথে আন্দোলনে কর্মশিক্ষা-শারীরশিক্ষার নতুন চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান প্রতিবাদীরা। অভিযোগ, মিছিল থেকে তাঁরা পুলিশের উদ্দেশে হুমকি দেন, ”আন্দোলন কাকে বলে দেখিয়ে দেব।” SLST-তে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য বরাদ্দ অতিরিক্ত ১০ নম্বর বাতিল, শূন্যপদের সংখ্যাবৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার শারীরশিক্ষা-কর্মশিক্ষা নতুন চাকরিপ্রার্থীরা মিছিল শুরু করেন শিয়ালদহ স্টেশন চত্বর থেকে। গন্তব্য ধর্মতলা। সেখানে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। কিন্তু মাঝপথে এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাঁদের আটকায়। সেখানে প্রতিবাদীদের সঙ্গে চাকরিপ্রার্থীদের হাতাহাতি হয়। কিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়েই এগিয়ে যায় তাঁদের মিছিল। কিন্তু পরে আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন SLST নতুন চাকরিপ্রার্থীরা। স্বাভাবিক কারণেই এবার আবার সরকার সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে। #political #প্রথমআলোরবার্তা
political - ShareChat

More like this