🪔 গণেশ চতুর্থী: আনন্দ, ভক্তি ও নতুন সূচনার উৎসব
গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী হিন্দুদের অন্যতম শুভ উৎসব। ভগবান গণেশকে গণনায়ক, বিঘ্নহর্তা ও শুভলাভের দেবতা হিসেবে পূজা করা হয়। এই দিনে ভক্তরা বিশ্বাস করেন—
✨ গণপতি বাপ্পা তাঁদের জীবনের সব বাধা দূর করে সাফল্য, সমৃদ্ধি ও শান্তি দান করেন।
📖 উৎসবের কাহিনি: শাস্ত্র মতে, মহাদেব ও পার্বতীর পুত্র ভগবান গণেশের জন্মতিথিই চতুর্থী। ভক্তরা শুদ্ধচিত্তে পূজা করেন ও উচ্চারণ করেন—
🕉️ “বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভঃ। নির্বিঘ্নং কুরু মেঘদেব সর্বকার্যেষু সর্বদা॥”
🌸
🏠 ঘরে ঘরে ও মণ্ডপে গণেশ স্থাপন
🙏 ভজন, আরতি ও প্রসাদ বিতরণ
🌊 দশম দিনে মহাসমারোহে বিসর্জন
🙏
👉 প্রতিটি নতুন কাজ শুরু হোক গণপতির স্মরণে
👉 তাঁর আশীর্বাদে মেলে জ্ঞান, বুদ্ধি, সৌভাগ্য ও শান্তি
🌿 গণেশ চতুর্থী শুধু একটি পূজা নয়, এটি আনন্দ, ঐক্য ও নতুন সূচনার প্রতীক।
এই দিনে সর্বত্র ধ্বনিত হয়—
✨ “গণপতি বাপ্পা মোরয়া!”
🔖#গণেশচতুর্থী #গণপতিবাপ্পা #বিঘ্নহর্তা #ভগবানগণেশ #শুভলাভ #🙏ওম নম:শিবায়🔱
