ShareChat
click to see wallet page
🕊️ তোমারে বলি পাখি… 🕊️ যারা ভালোবাসে, যাদের চোখের ভাঁজে আমাদের জন্য একটু হলেও অপেক্ষা জমে থাকে, তাদের যেন কখনোই দূরে না ঠেলি… অনুজ বিশ্বাস করে, যে মানুষগুলো মনের গভীর থেকে ভালোবাসতে জানে, তাদের জড়িয়ে রাখতে হয় একদম ঠিক সেইভাবেই— যেভাবে হীম হীম শীতের সকালে তুমি বুকের কাছে জড়িয়ে রাখো উষ্ণতায় ভরা গরম সুয়েটারটাকে। কারণ সুয়েটারটা যেমন শুধু শরীরকে নয়, মনকেও উষ্ণতা দেয়, তেমনি কোনো সত্যিকারের মানুষের ভালোবাসা শুধু আমাদের হাসিতে নয়— ভাঙা সময়গুলোতেও আমাদের একটু দৃঢ়তা, একটু সাহস, একটু শক্তি দেয়! তাই বলি… যারা ভালোবাসে তোমাকে নিঃশর্তে, তাদের দূরে সরিয়ে দিও না অহংকারে, বরং জড়িয়ে রাখো ঠিকভাবে— যেমন আলিঙ্গনের ভেতরও কাঁপতে থাকা শরীরকে রাখো নিশ্চিন্তে… কারণ আজ না হয় কাল, সবাই বুঝে যাবে— গরম সুয়েটারটা বদলে নেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষের উষ্ণতা কখনো বদলায় না। 🌿 – অনুজ কুমার পাল --- 🔖 #হৃদয়েরকথা #ভালোবাসা #শীতেরউষ্ণতা #অনুভূতি #অনুজ_পাল #BengaliQuotes #LoveThoughts #DeepWriting #SoulTouching #EmotionalPost #UniqueWriting #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
🎁 ShareChat Rewards⭐ - তোমারে বলি পাখি _ যারা ভালোবাসে তাদের জড়াইয়া রাখিও তেমন করে; হীম হীম শীতের সকালে যেভাবে জড়াইয়া রাখো বুকের মইধ্যে উষ্ণতায় ভরা গরম সুয়েটার | তোমারে বলি পাখি _ যারা ভালোবাসে তাদের জড়াইয়া রাখিও তেমন করে; হীম হীম শীতের সকালে যেভাবে জড়াইয়া রাখো বুকের মইধ্যে উষ্ণতায় ভরা গরম সুয়েটার | - ShareChat

More like this