বাথরুম থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ষাট ও সত্তরের দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী মালা সিনহার বাড়িতে। "
হঠাৎই আয়কর দফতরের কর্তারা হানা দেন মুম্বইয়ের অভিনেত্রীর বাড়িতে। তল্লাশি চালানোর সময় তাঁর বাথরুম থেকে উদ্ধার হয় প্রায় ১২ লক্ষ নগদ টাকা। সেই সময় এই বিপুল পরিমাণ অর্থের হিসাব অভিনেত্রী দেখাতে পারেননি।
এই ঘটনা আদালত পর্যন্ত গড়ালে অভিনেত্রী আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে চিৎকার করে বলে ওঠেন— "এই সব টাকা আমি দে'হ ব্যবসা করেই কামিয়েছি!"
বলিউডের এক নম্বর নায়িকার মুখে এমন মন্তব্য শুনে রীতিমতো বিস্ফোরণ ঘটেছিল। কেউ বিশ্বাস করতে পারেননি, যে অভিনেত্রী কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে এই জায়গায় পৌঁছেছেন, তিনি প্রকাশ্যে এমন স্বীকারোক্তি দিতে পারেন!
এই মন্তব্যের পর তাঁর হাত থেকে ফসকে যায় বেশ কিছু বড় ছবি। এবং তাঁর সফল কেরিয়ারে নেমে আসে এক গভীর অন্ধকার।
পরে জানা যায়, অভিনেত্রীর বাবা মুম্বাইয়ের একজন নামকরা আইনজীবী ছিলেন। মনে করা হয়, বাবার পরামর্শেই তিনি আদালতে এমন মিথ্যা বয়ান দিয়েছিলেন। সম্ভবত তিনি ভেবেছিলেন, এই ধরনের বিতর্কিত মন্তব্য করলে হয়তো আইন তাঁকে রেহাই দেবে বা শাস্তি কম হবে। তবে তাঁর এই কৌশল ব্যর্থ হয়। আদালত তাঁর এই মন্তব্যকে গ্রহণ করেনি। শেষ পর্যন্ত তাঁকে মোটা অঙ্কের জরিমানা দিয়ে মুক্তি পেতে হয়। #🤩আমার প্রিয় সেলিব্রিটি😎 #⭐বলি Celeb🎬⭐ #📹Bollywood গসিপ👉 #🕺 অভিনেতা অভিনেত্রী 👸

