ShareChat
click to see wallet page
ভারতীয় rupee এবার আন্তর্জাতিক হতে চলেছে আমেরিকান 'ডলার' এর মতো কি ভারতীয় রুপী দেশের সীমানার বাইরে যাচ্ছে? এই কথার পিছনে অন্যতম কারণ হলো সম্প্রতি RBI এক সিদ্ধান্তে জানিয়েছে,ভারতীয় ব্যাঙ্কগুলি এখন থেকে ভূটান, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য ঋণ দিতে পারে। এই ঋণ কেবল বাণিজ্যের উদ্দেশ্যে দেওয়া যেতে পারে। এর ফলে ভারত, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যে টাকা নির্ভর বাণিজ্য বৃদ্ধি পাবে।আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী হবে টাকার অবস্থান। ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, টাকা ভিত্তিক আন্তর্জাতিক লেনদেন সহজতর করার জন্য প্রধান বিদেশি মুদ্রার সাপেক্ষে সঠিক দর দেওয়া হবে। আরবিআই আরও জানিয়েছে, স্পেশাল রুপি ভাস্ট্রো অ্যাকাউন্টে থাকা (এসআরভিএ) অর্থের ব্যবহারের পরিধি। এই ধরনের তহবিল এখন কর্পোরেট বন্ড এবং বাণিজ্যিক সার্টিফিকেটে বিনিয়োগের জন্য ব্যবহৃত হতে পারে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল- আন্তর্জাতিক লেনদেনে টাকার চাহিদা বৃদ্ধি, ডলারের উপর নির্ভরতা কমানো, ভারতের প্রতিবেশীদের জন্য বিকল্প তহবিল দেওয়া এবং দক্ষিণ এশিয়ায় ভারতীয় টাকাকে প্রতিযোগিতামূলক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা। আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রার কথায়,'আমরা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতীয় টাকা ব্যবহারের ক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছি। এই পরিকল্পনা খুবই কার্যকর। বিশ্বব্যাপী অস্থিরতার মোকাবিলায় এই সিদ্ধান্ত'। #social
social - 8 8 २५०० 469' 2400 8 8 २५०० 469' 2400 - ShareChat

More like this