ShareChat
click to see wallet page
#kobita #kobita premi #poem 🦉 ✍🏻
kobita - ছুটি ছুটি দাও প্রিয় এবার, আমাকে چ٥ 13, তৌমার সকল প্রবঞ্চনা থেকে | তোমার সকল ছলনা থেঁকে মিথ্যে ভালোবাসার বন্ধন থেঁকে Il তুমি নিজেকে গোপন করো বড্ড , তবুও আমি বুঝি তোমার লুকিয়ে রাখা কথার মানে Il তোমার গৌপন করা কঠিন সত্যের আঁচ আমি পাঁই , পাই তোমার লালসাপূর্ণ উল্লাসিত ইচ্ছের খোঁজ 11 তোমার সুখের খোঁজে আমি হয়েছি ধ্বংস, চূর্ণবিচূর্ণ ও স্নায়ু ক্ষতবিক্ষত 1I হয়েছে হৃদয় বিশ্বাস করো আমি বড্ড বিদ্ধস্ত ও ক্লান্ত; ক্লান্ত তোমার প্রতিনিয়ত বলা মিথ্যেতে তিলে তিলে তুমি ভাঙছো আমার বিশ্বাস , শেষ করছ সম্পর্কের নামের মাধুর্যতাকে প্রতিনিয়ত সর্বত্র প্রাধান্য পাওয়ার লালসায় একদিন তুমি কলুষিত হবে; হারাবে সব যা পেয়েছো 1I ঐন্দ্রজালিক রসবোধে , হারাবে নিজের সত্তা কে II সব শেষে হারাচ্ছো আমাকেও, চিরতরে অক্লেশে !l ছুটি ছুটি দাও প্রিয় এবার, আমাকে چ٥ 13, তৌমার সকল প্রবঞ্চনা থেকে | তোমার সকল ছলনা থেঁকে মিথ্যে ভালোবাসার বন্ধন থেঁকে Il তুমি নিজেকে গোপন করো বড্ড , তবুও আমি বুঝি তোমার লুকিয়ে রাখা কথার মানে Il তোমার গৌপন করা কঠিন সত্যের আঁচ আমি পাঁই , পাই তোমার লালসাপূর্ণ উল্লাসিত ইচ্ছের খোঁজ 11 তোমার সুখের খোঁজে আমি হয়েছি ধ্বংস, চূর্ণবিচূর্ণ ও স্নায়ু ক্ষতবিক্ষত 1I হয়েছে হৃদয় বিশ্বাস করো আমি বড্ড বিদ্ধস্ত ও ক্লান্ত; ক্লান্ত তোমার প্রতিনিয়ত বলা মিথ্যেতে তিলে তিলে তুমি ভাঙছো আমার বিশ্বাস , শেষ করছ সম্পর্কের নামের মাধুর্যতাকে প্রতিনিয়ত সর্বত্র প্রাধান্য পাওয়ার লালসায় একদিন তুমি কলুষিত হবে; হারাবে সব যা পেয়েছো 1I ঐন্দ্রজালিক রসবোধে , হারাবে নিজের সত্তা কে II সব শেষে হারাচ্ছো আমাকেও, চিরতরে অক্লেশে !l - ShareChat

More like this