ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল: আসছে সুখবর ✨👶
বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল অবশেষে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষার সুখবর জানালেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন।
তাঁদের শেয়ার করা ছবিতে দেখা যায়, ভিকি স্নেহভরে ক্যাটরিনার বেবি বাম্প স্পর্শ করছেন। ক্যাপশনে লেখা ছিল—
“On our way to start the best chapter of our lives with hearts full of joy and gratitude.”
💌 এই খবরে ভক্তদের পাশাপাশি বলিউড তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের।
📌 উল্লেখ্য, ভিকি ও ক্যাটরিনা ২০২১ সালের ডিসেম্বর মাসে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে এই আনুষ্ঠানিক ঘোষণা তাঁদের ভক্তদের জন্য এক অনন্য আনন্দের মুহূর্ত এনে দিল।
#🌎জ্ঞানের ভূবন👨🎓 #⭐বলি Celeb🎬⭐ #📹Bollywood গসিপ👉
#🎬এন্টারটেইনমেন্ট আপডেট💃 #🎦সেলেব্রিটি জুটি💕