ShareChat
click to see wallet page
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি যেদিকে দুচোখ যায় চললাম তোমার সংসার, ছেলেমেয়ে সব ফেলে।" স্বামী "ঠিক আছে, যাও" বলে ফোন কেটে দিল। এটা বিশ্বাস! দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া। এরপর দুজন দুই রুমে মন খারাপ করে করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে খেল না। ঠিক করল স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা। বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করল, "তুমি যে কারণে যেতে পার নি, আমিও সে কারণে খেতে পারি নি।" এটা ভালোবাসা! শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকেয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার। #🥰লাভ goals❤ #💓True Love 💞 #💕love_forever💑 #❤️ স্বামী ও স্ত্রীর ভালবাসা ❤️ ##স্বামী স্ত্রীর সম্পর্ক #স্বামী স্ত্রীর ভালবাসা
🥰লাভ goals❤ - Its rani official Its rani official - ShareChat

More like this