“সকল দেবতার মাঝে একমাত্র জগন্নাথ—যিনি ভক্তকে দর্শন দিতে স্বয়ং রাজপথে বের হয়ে আসেন।।”
যেখানে অন্য সব দেবতার দর্শন পেতে ভক্তকে মন্দিরে যেতে হয়,
সেখানে জগন্নাথ দেব নিজেই রথে চড়ে রাজপথে বেরিয়ে আসেন—শুধু তাঁর ভক্তদের এক ঝলক দর্শন দেওয়ার জন্য।।
রথযাত্রা প্রমাণ করে—ভক্ত যদি একবার ভগবানের দিকে তাকায়,তাহলে ভগবান হাজারবার ভক্তের দিকে ছুটে আসেন।।
📜স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডে বর্ণিত আছে—রথযাত্রার দিনে জগন্নাথ দেব নিজেই ভক্তদের মুক্তিদায়ক দর্শন দিতে মন্দির হতে বাহির হন।। #🙂ভক্তির সকাল😇 #🙂ভক্তি😊 #🙂সনাতন ধর্ম🙏 #😀জয় জগন্নাথ🙏 #💞জয় জগন্নাথ 🙏💞

