🌸 “প্রিয় জিনিস জোর করে হলেও নিজের করো…” 🌸
কখনো কখনো জীবনে এমন কিছু মানুষ আসে,
যাদের কাছে হার মেনেও জেতার আনন্দ পাওয়া যায়।
তাদের থেকে দূরে থাকা মানে—
নিজের মনের একটা অংশকে প্রতিদিন হত্যা করা।
ভালোবাসা সবসময় মিষ্টি হয় না,
কখনো সেটা যুদ্ধ, কখনো আবার শান্তি।
কিন্তু যাকে হৃদয় সত্যি চায়,
তার জন্য একটুখানি পাগলামি করাও পাপ নয়।
আমি বিশ্বাস করি,
যদি কারো প্রতি ভালোবাসা সত্যি হয়,
তাহলে তাকে নিজের করে নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই—
বরং সেটাই জীবনের সবচেয়ে সত্যি সাহস।
তাই বলি,
প্রিয় জিনিসটা জোর করেও নিজের করো,
কারণ পুনর্জন্ম নেই—
এই একটাই জন্ম, এই একটাই সুযোগ,
আর ভালোবাসার মতো পবিত্র পাগলামি আর কোথাও নেই! ❤️🔥
যে পুরুষ ভালোবাসার জন্য লড়তে জানে,
সে কখনো হার মানে না—
সে শুধু ভালোবাসতে জানে,
মন ভরে, প্রাণ ভরে, শেষ নিঃশ্বাস পর্যন্ত।
✨
#অনুজ 💫
#ভালোবাসা #অভিমান #আবেগ #প্রেম #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise

