ShareChat
click to see wallet page
#🥵ঠাকুর আনতে গিয়ে দুর্ঘটনায় চতুর্থীর রাতে হুগলিতে মৃত্যু তিনজনের😢
🥵ঠাকুর আনতে গিয়ে দুর্ঘটনায় চতুর্থীর রাতে হুগলিতে মৃত্যু তিনজনের😢 - Accident Rohan id 1716 த আনতে গিয়ে মর্মৎত্তিক দুর্ঘটনট; চত্তুর্থীর ঝ্ঁতে হুগলিতে মৃত্যু তিনজনেন; আহত আরও ৩ ঠাকুর  আনতে গিয়ে মৃত্যু দুর্ঘটনা | চতুর্থীর রাতে ভয়াবহ তিনজনের | আহত তিন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিতসাধীন| শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলিতে। পুজোর আবহে এই দুর্ঘটনায় শোকের আবহ গোটা পাড়ায় | মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)/ তাঁদের মধ্যে ভাস্করের বাড়ি সুগন্ধা শংকরবাটি কাঁটাপুকুর এলাকার বাসিন্দা] এলাকায়| বাকি দু'জন চন্দননগর একটি গাড়িতে তুলে চারচাকা গাড়িতে ঠাকুর ' জানা গিয়েছে, অন্য ফিরছিলেন ৬জন] চন্দননগর রেল ওভারব্রীজ থেকে নামার সময় দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| এরপরই রাস্তার পাশে সাজিয়ে রাখা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে সেটি| গাড়িটিতে চালক-সহ ছিলেন ৬জন| ঘটনাস্থলেই মৃত্যু হয় উদ্ধার ' দুজনের] চারজনকে রক্তাক্ত অবস্থায় করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে একজনের মৃত্যু অবনতি হওয়ায় তাঁকে হয়| আহতদের মধ্যে একজনের অবস্থা এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে] বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিতসাধীন| ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর ও পোলবা থানার পুলিশ| Accident Rohan id 1716 த আনতে গিয়ে মর্মৎত্তিক দুর্ঘটনট; চত্তুর্থীর ঝ্ঁতে হুগলিতে মৃত্যু তিনজনেন; আহত আরও ৩ ঠাকুর  আনতে গিয়ে মৃত্যু দুর্ঘটনা | চতুর্থীর রাতে ভয়াবহ তিনজনের | আহত তিন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিতসাধীন| শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলিতে। পুজোর আবহে এই দুর্ঘটনায় শোকের আবহ গোটা পাড়ায় | মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)/ তাঁদের মধ্যে ভাস্করের বাড়ি সুগন্ধা শংকরবাটি কাঁটাপুকুর এলাকার বাসিন্দা] এলাকায়| বাকি দু'জন চন্দননগর একটি গাড়িতে তুলে চারচাকা গাড়িতে ঠাকুর ' জানা গিয়েছে, অন্য ফিরছিলেন ৬জন] চন্দননগর রেল ওভারব্রীজ থেকে নামার সময় দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| এরপরই রাস্তার পাশে সাজিয়ে রাখা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে সেটি| গাড়িটিতে চালক-সহ ছিলেন ৬জন| ঘটনাস্থলেই মৃত্যু হয় উদ্ধার ' দুজনের] চারজনকে রক্তাক্ত অবস্থায় করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে একজনের মৃত্যু অবনতি হওয়ায় তাঁকে হয়| আহতদের মধ্যে একজনের অবস্থা এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে] বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিতসাধীন| ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর ও পোলবা থানার পুলিশ| - ShareChat

More like this