মমতা ব্যানার্জি বুক ফুলিয়ে দাবি করেন - তাঁর আমলে নাকি ৯৯ শতাংশ জল জমা বন্ধ হয়েছে! মাননীয়া, এমন মিথ্যা কথা বলতে লজ্জা করে না ? শহরবাসীর চোখের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরছে মানুষ, জমা জল ঠেলে রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স, কর্মব্যস্ত কলকাতা আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে।
সত্যিটা স্পষ্ট ,আপনার আমলে কলকাতা ডুবছে, প্রাণ ডুবছে, মানুষের স্বপ্ন, আশা, ভরসা সব ডুবছে। উন্নয়ন নয়, আপনার শাসনের প্রতীক এখন পচা জল আর লাশের গন্ধ। #📢রাজনৈতিক আপডেট🙏

00:22