🖤 মায়ার অদ্ভুত এক শক্তি 🖤
মায়া – শব্দটা যত সহজ, অনুভূতিটা ঠিক ততটাই ভয়ংকর।
সবার মায়ায় না পড়াই ভালো… কারণ সবার মায়া আপনাকে ধরে রাখতে জানে না।
আপনি শুধু একজনের মায়ায় পড়ুন, সেই বিশেষ মানুষের…
যে মানুষটার চোখে তাকালেই মনে হয় –
“এই মানুষটাকেই আমি হারাতে চাই না, যাই হোক না কেন!”
কারও মায়ায় একবার সত্যি সত্যি পড়ে দেখুন –
সেই মায়া তখন শুধু অনুভূতি থাকে না,
সে আপনার নিজেরই এক টুকরো ছায়া হয়ে যায়…
আপনি যতই দূরে যেতে চান, এই ছায়া ততই আপনাকে আঁকড়ে ধরে রাখে।
মন খারাপের মুহূর্তে, নিঃশব্দ রাতগুলোতে,
বুকে হালকা চাপ পড়লে –
সেই মানুষটার মায়াই অদৃশ্য হয়ে এসে
আপনার ভাঙা মনটায় হাত বুলিয়ে বলে,
“আছি তো তোমার পাশে…”
তাই, যার মায়ায় আপনি হারিয়ে গেছেন –
তাকে ভালোবাসার শেকলে আগলে রাখুন।
কারণ পৃথিবীতে অনেক কিছু পাওয়া যায়,
কিন্তু একজন মানুষের মায়া…
এটা কপালের বিষয়।
এটা অনুজের ভাষায় –
“মায়া নয়, এ এক অবিরাম আলিঙ্গন; যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে জড়িয়ে থাকে…"
(অনুশোচনায় নয়, সম্মানে ভালোবাসুন তাকে)
(কারণ যে মানুষ মায়া দিয়ে ভালোবাসে, সে কখনো মাঝপথে ফেলে যায় না)
…………………………………
– অনুজ কুমার পাল
#মায়া
#ভালোবাসা
#অনুভূতি
#হৃদয়ের_কথা
#AnujPaulOfficial
#🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise

