💫 দূরত্বের ভালোবাসা
ভালোবাসা মানে সবসময় একসঙ্গে থাকা নয়,
বরং দূরে থেকেও একে অপরের উপস্থিতি অনুভব করা।
যে মানুষ সত্যি ভালোবাসে,
সে পাশে না থেকেও তোমার খোঁজ রাখে নিঃশব্দে,
তোমার প্রতিটা অভিমান বুঝে নেয় কথা ছাড়াই।
এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই বড় দায়...
যে তোমার থেকে দূরেও থাকবে,
তবু তার মনটা প্রতিদিন তোমার কাছেই ঘুরে বেড়াবে।
যে মানুষ চোখে পড়ে না,
কিন্তু মনের ভেতর প্রতিদিন নতুন করে এসে বসে—
সে-ই আসলে জীবনের সবচেয়ে সত্যিকারের ভালোবাসা। 💔
দূরত্ব ভালোবাসাকে মারে না,
বরং প্রমাণ করে—
যে অনুভূতি দূরত্বে থেকেও টিকে থাকে,
সেই ভালোবাসার শিকড়ই সবচেয়ে গভীর।
কেউ কেউ পাশে থেকেও ভালোবাসতে জানে না,
আবার কেউ কেউ দূর থেকে এমন ভালোবাসে
যে একদিন মনে হয়—
এই মানুষটাই হয়তো আমার হৃদয়ের সবচেয়ে শান্ত কোণটায় চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে… 🌙
✨
— ✍️ অনুজ (অনুজ কুমার পাল)
---
#ভালোবাসা #দূরত্ব #HeartTouching #অনুজএরলেখা #AnujKumarPaul #BengaliQuotes #EmotionalPost #LoveFeelings #TrueLove #SilentLove #DeepEmotions #DistanceLove #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise

