#😱বীরভূমের পাথর খাদানে মাটি ধসে মৃত অন্তত ৫🤯
🚨 দুর্ঘটনা: পশ্চিমবঙ্গের বীরভূমে পাথর খনিতে ভয়াবহ ভূমিধস – ৫ থেকে ৬ জন শ্রমিক নিহত 🚨
আজ বীরভূম জেলার নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে একটি পাথর খনিতে ঘটে যায় ভয়াবহ ভূমিধস।
🔸 ঘটনার বিবরণ:
পাথর খনির দেয়াল ভেঙে পড়ার কারণে কমপক্ষে ৫ থেকে ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। কয়েকজন আহত রয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন রিপোর্টে নিহতের সংখ্যা ৫ জন বা ৬ জন বলে বলা হচ্ছে।
🔸 কারণ:
চোখ দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খনির দেওয়াল ধসে যাওয়ার পেছনে ড্রিলিংয়ের ফলে সৃষ্ট কম্পনকে দায়ী করা হচ্ছে। এই কম্পনের কারণে ভূমিধস ঘটে শ্রমিকদের ওপর।
🔸 পরবর্তী পদক্ষেপ:
ঘটনাস্থলে অবিলম্বে উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করছে। পাশাপাশি, ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে প্রকৃত কারণ নির্ণয় করা যায়। তদন্ত চলছে খনিটি আইনসঙ্গতভাবে পরিচালিত হচ্ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না।
🔸 উল্লেখযোগ্য বিষয়:
স্থানীয় মানুষ এবং সংবাদ মাধ্যমে বহুবার উঠে এসেছে এই অঞ্চলের খনির নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং আইনি অনিয়ম। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও এসব প্রশ্নকে উস্কে দিয়েছে।
আমরা মৃত শ্রমিকদের প্রতি শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই।
🕯️🕊️
#Birbhum #WestBengal #QuarryAccident #Landslide #TragicIncident #BreakingNews #SafetyFirst #IndiaNews #Breakingবাংলা