মিতালি রাজ (জন্ম: ৩রা ডিসেম্বর, ১৯৮২) একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার যিনি ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ইএসপিএন তাকে সর্বকালের সেরা মহিলা ক্রিকেটারদের একজন হিসেবে স্থান দিয়েছে। রাজ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে ২০১৭ সালে উইজডেন লিডিং উইমেন ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড , ২০০৩ সালে অর্জুন পুরষ্কার , ২০১৫ সালে পদ্মশ্রী এবং ২০২১ সালে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন ।
#🍰শুভ জন্মদিন মিতালি রাজ🎂

