💞 রিলেশনশিপ — এক সাইকোলজিক্যাল সমীকরণ
কখনও ভেবেছো, ভালোবাসা আসলে শুধু হৃদয়ের খেলা নয়, এটা এক গভীর সাইকোলজিক্যাল বিষয়?
যেখানে একজন মানুষ অনুভূতির উন্মাদনায় ডুবে যায়,
আর আরেকজন সেই উন্মাদনাকে বোঝার চেষ্টা করে যুক্তির আলোয়।
ভালোবাসার এই সম্পর্কেই দেখা যায় এক অদ্ভুত সমন্বয়—
একজন হয় সাইকো, কারণ সে ভালোবাসে পাগলের মতো!
আরেকজন হয় লজিক্যাল, কারণ সে সেই পাগলাটে ভালোবাসাকে বাস্তবতার ছাঁচে ধরতে চায়।
যেখানে অনুভূতি আর যুক্তি—দু’জন দুই মেরুর মানুষ,
তবু এই দুই মেরুই মিলে তৈরি করে এক পূর্ণ সম্পর্ক।
ভালোবাসা কখনো পুরোটা পাগলামি নয়, আবার পুরোটা হিসাবও নয়।
এটা সেই নিখুঁত ভারসাম্য—যেখানে একজন ভালোবাসে অন্ধভাবে,
আর অন্যজন সেই অন্ধতাকে আলো দেখায়।
অনুজ বিশ্বাস করে—
যে সম্পর্কের মধ্যে একজন পাগল আর একজন বুদ্ধিমান থাকে,
সেই সম্পর্কই বেঁচে থাকে সবচেয়ে দীর্ঘ,
কারণ সেখানে আছে উন্মাদনা, আছে বোঝাপড়া,
আর আছে একে অপরের প্রতি নিঃশর্ত আকর্ষণ... ❤️
---
#LovePsychology #RelationshipTruth #EmotionalBalance #অনুভূতি_ও_যুক্তি #অনুজ #অনুজ_কুমার_পাল
#Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭
