চাষির ফসল মাঠে সোনা, বাজারে মাটি—এই বৈষম্যের শেষ কোথায়?
বীজ আলুর দাম আগুনের মতো বাড়ছে, আর আলু বিক্রি হচ্ছে পানির দরে।
সারের দাম শুনলেই বুক কেঁপে ওঠে, খরচ বাড়ছে কিন্তু আয় উল্টো কমছে।
চাষিকে যদি মাঠে নামতেই ভয় পেতে হয়, তাহলে দেশের অন্ন কে দেবে?
চাষিরা আজ বাঁচার দাবি করছে—কান না খুললে আগামীকাল খাবারই থাকবে না।
#💕love_forever💑 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #💌প্রেমের কোটস💓

