“যে ভক্তের আর কারো কাছে যাওয়ার পথ থাকে না—জগন্নাথ তাঁর পথ খুলে দেন।।”
জগন্নাথ–দীনবন্ধু,ভক্তবান্ধব,জগন্নাথ এমন এক ঈশ্বর,যিনি জাতি-ধর্ম দেখে ভক্তকে গ্রহণ করেন না—তিনি শুধু "হৃদয়ের ডাক" শোনেন।।
বড় বড় চোখ যেন প্রতিনিয়ত বলছে—“ভয় পেয়ো না,আমি সব দেখছি।।”
👉স্কন্দ পুরাণ:“জগন্নাথ দুঃখহরণকারী ও দীনদের নাথ।।”
👉ব্রহ্ম পুরাণ:“যে ভক্ত শরণ নেয়, জগন্নাথ তাকে রক্ষা করেন।।”
🔴কেন জগন্নাথ এত প্রিয়???
👉তাঁর বড় চোখ ভক্তকে কখনো ছেড়ে দেয় না।।
👉হাত নেই—মানে সীমাহীন আলিঙ্গন, সীমাহীন কৃপা।।
👉শ্যামবর্ণ—আকর্ষণ ও প্রেমের প্রতীক।।
👉তিনি সবার ঈশ্বর, কারো প্রতি ভেদাভেদ নেই।।
শুধু একবার ডাকুন—“জয় জগন্নাথ!”
হৃদয় নিজে থেকেই হালকা হয়ে যাবে।।- অপূর্বা ঊর্মিলা দেবী দাসী
#🙂ভক্তির সকাল😇 #🙂ভক্তি😊 #🙂সনাতন ধর্ম🙏 #😀জয় জগন্নাথ🙏 #💞জয় জগন্নাথ 🙏💞

