ShareChat
click to see wallet page
বাংলায় উপস্থিত দুই বিজেপি পর্যবেক্ষক পুজো শেষ হতে না হতেই বিজেপির নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে উঠে গেছে। একাদশীতেও অনেক মণ্ডপে রয়েছে প্রতিমা। পুজোর এই আমেজের মধ্যেই বঙ্গে ভোট প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি। কলকাতায় এলেন বঙ্গ বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও বিপ্লবকুমার দেব। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষকের। আর মাস সাতেক পর বাংলায় বিধানসভায় নির্বাচন। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে। সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে বিপ্লবকুমার দেবকে। গত ২৫ সেপ্টেম্বর তাঁদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর প্রথমবার রাজ্যে এলেন ভূপেন্দ্র এবং বিপ্লবকুমার। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক ও পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জানা গিয়েছে, বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক শমীক ও সুকান্তদের সঙ্গে বৈঠক করবেন। তারপর বিভিন্ন স্তরে আলাদা আলাদা করে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভোট প্রস্তুতি নিয়ে কোনও সময় নষ্ট করতে নারাজ তারা। তাই, বিজয়া দশমীর পরদিনই রাজ্যে পা রেখেছেন দুই নির্বাচনী পর্যবেক্ষক। বঙ্গ বিজেপি আগেই জানিয়েছিল, পুজোর পরই রাজ্যে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করবেন। দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে ভোট শেষ হলে বাংলায় ঘাঁটি গাড়তে চান তিনি। এখানে বাড়ি ভাড়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকমাস খাকতে পারেন বলে জানা গিয়েছে। #political
political - ShareChat

More like this