#📢রাজনৈতিক আপডেট🙏 #👩বিজেপি - BJP🧑
২৫শে সেপ্টেম্বর পণ্ডিত শ্রী দীনদয়াল উপাধ্যায় জীর ১০৯তম জন্ম বার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একজন পথপ্রদর্শক, ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির এই মহান নেতা তাঁর ‘অখণ্ড মানবতাবাদী’ আদর্শের জন্যে আজও স্মরণীয়। তাঁর প্রদর্শিত ‘সকলের জন্য শিক্ষা’, ‘হর হাত কো কাম’, ‘হর খেত কো পানি’ মতবাদ ভারতকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভরতার পথে চালিত করতে অনুপ্রাণিত করেছে। কেন্দ্রীয় সরকার ‘দীনদয়াল অন্ত্যোদয় যোজনা’র মাধ্যমে শহর ও গ্রামীণ ভারতকে স্বনির্ভর করে তাঁদের জীবনের মানোন্নয়নে ব্রতী হয়েছেন।
